You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of January #2|The finest and most imperfect decision for my life journey!

in Incredible India6 months ago

আপনার জীবনের সিদ্ধান্ত নিয়ে এত সুন্দর ও বাস্তবমুখী বিশ্লেষণ সত্যিই প্রশংসার যোগ্য! জীবনের অনেক মুহূর্তেই আমাদের আবেগ ও বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আর সেখান থেকেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিই।

মায়ের পাশে থাকার জন্য নেওয়া আপনার সিদ্ধান্তটা হয়তো অর্থনৈতিক দিক থেকে কিছুটা কঠিন ছিল, কিন্তু মানসিক শান্তির দিক থেকে অমূল্য। জীবনের বাস্তব শিক্ষা, সম্পর্কের মূল্যায়ন, এবং সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তিবাদী হওয়া এসব বিষয়ে আপনার পরামর্শগুলোও দারুণ প্রাসঙ্গিক।

এই কনটেস্টের মাধ্যমে এত সুন্দর ও গভীর অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো।

Sort:  
 5 months ago 

Thank you so much @shiftitamanna sir

 5 months ago 

সত্যি কথা বলতে অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছল থাকাটা কতটা জরুরী সেটা সেই বয়সে সত্যিই বুঝতে পারিনি। তখন শুধুমাত্র মায়ের জন্য আবেগটাই কাজ করছিল মনের ভিতরে। বাস্তবতার সম্মুখীন হতে হতে বুঝেছি অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছল হওয়াটা আজকালকার দিনে কতটা বেশি জরুরী। তাই কখনো কখনো আফসোস হয়। তবে আপনি এ কথাটা একদম সঠিক বলেছেন, মায়ের পাশে থাকার ঐ সিদ্ধান্তটা মানসিক শান্তির জন্য সত্যিই অমূল্য। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য, যা পড়ে সত্যিই ভালো লাগলো। ভালো থাকবেন।