"The weekly job I concluded being a Senior Moderator"

in Incredible India8 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnmGr8gcJLJfQQrCGAHmFU3PDvYq7rafygJ5u34Ln6qxYt7ENivPB9RCGM2qo...Es3Gcrz1wfbib6HLfnbKKRP11YbeeQjatbd7W4rHMTBUdqfz4yMQLoAJoMxTnFtZJfxjL8u6i5scABABM5qGikXMaq2Y4oFGxMchfmREgxf5KGqWAdnLrBEuaN.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কাটছে। আজকের সপ্তাহিক রিপোর্টটি অন্যান্য সপ্তাহের তুলনায় একটু ভিন্ন ধর্মী হবে।

কারন ব্যক্তিগত জীবনের মতো কর্ম জগতেও যখন কিছু পরিবর্তন আসে, তখন স্বাভাবিক ভাবেই ধারাবাহিক কাজের ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন আসে। যাইহোক চলুন এই সপ্তাহের কার্যক্রম সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত বিবরণ শেয়ার করি এই পোস্টের মাধ্যমে।

1672344690977_010726.jpg

"ডিসকর্ড অ্যাক্টিভিটি"

IMG_20250705_143344.jpg

এই সপ্তাহে বিশেষ কিছু বিষয়ে কথা বলার জন্য কমিউনিটিতে কর্মরত সকল ইউজারদেরকে ডিসকর্ডে ডাকা হয়েছিলো। কিন্তু বরাবরের মতন মাত্র কয়েকজন সেখানে উপস্থিত ছিলো। কমিউনিটির ইউজাররা অন্যান্য সমস্ত বিষয় আশাভঙ্গ করলেও এই একটা বিষয়ে যে তারা আমাদের বিশ্বাস ভঙ্গ করেন না, এটা ভেবে বেশ ভালোই লাগে।

ডিসকর্ডে উপস্থিত থাকার কথা বললেই সবার সবার প্রয়োজনীয় কাজের কথা তাদের মনে পড়ে। যাইহোক কিছুক্ষণের আলোচনা হলেও আমার মনে হয়েছিলো, বিষয়গুলি তাদের‌ সাথে শেয়ার করা উচিত, এই কারনেই মূলত তাদেরকে ডাকা হয়েছিলো।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

Gr7d242AAPKdHsv38E62dikXDSFLLH7S1ZjNruB7UYasXKtTctXAMas89W63mJDdB2nCTfhN4zQCtzwpjQ1JQSugx7QdFoLWzS8SjPR98yJ2ij1i9h8GH8hMw7cGqnHbEogMQYNXyknaFLLjjaEg17TMkisKavALNivncckFG9qjHGDRvce.png

বর্তমানে আমাদের কমিউনিটিতে দুটি কনটেস্ট চলছে, যার একটিতে অংশগ্রহণের আজ শেষ দিন। আমাদের কমিউনিটির একজন ইউজার‌ @mamun123456 কর্তৃক আয়োজিত এই কনটেস্টের বিষয়বস্তু হলো,- আপনার জীবনের কোনো স্মরণীয় সময় বা ঘটনার সম্পর্কে লেখা একটি কবিতা এবং তার সাথে নিজস্ব কিছু অনুভূতি। কন্টেস্টের লিংকটি আমি আপনাদের জন্য আরও একবার শেয়ার করলাম। অনুরোধ থাকবে সকলের কাছে কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1737775560596.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznCPGDcjQrUvM9BWkdjKYMq68nHxXP72f7BWDn1jCF1Ttti6dCU9b5JXhpfWm4rJUZhAQgHhYiZLn6hu8.jpeg

কমিউনিটিতে দ্বিতীয় যে কনটেস্ট চলছে সেটি আমাদের অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত, যার বিষয়বস্তু সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত, তবে‌ সেই‌ বিষয়ে প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। আধুনিক যুগে আমাদের প্রত্যেকের জীবনেই অত্যাধুনিক প্রযুক্তির প্রভাব রয়েছে। তবে এই প্রযুক্তির উন্নতির সাথে সাথে সাইবার ক্রাইমও বেড়ে চলেছে। এই বিষয়ে কিছু প্রশ্ন অ্যাডমিন ম্যাম রেখেছেন। যেগুলোর উত্তর প্রদানের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত শেয়ার করতে পারেন। তাই যারা এখনও এই কনটেস্টে অংশগ্রহণ করেননি, তাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই আপনার মতামত এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে জানানোর জন্য। আপনাদের জন্য লিঙ্কটা নিচে শেয়ার করলাম।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20250705_142917.jpg

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বুমিং সংক্রান্ত কার্যাবলী নতুন মাসের শুরু থেকে আর আমার দায়িত্ব নয়। তবে যেহেতু গত সপ্তাহেও দু-তিন দিন আমি দায়িত্বটি পালন করেছি, তাই শেষ বারের মতো সাপ্তাহিক রিপোর্টে বিষয়টি উল্লেখ করলাম। হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে, এখন আর কোনো কমিউনিটিতেই বুমিং সাপোর্ট দেওয়ার নিয়ম নেই। কারণ বুমিং সাপোর্ট দেওয়ার জন্য আলাদা টিম গঠন করেছেন স্টিমিট কর্তৃপক্ষ, যারা এই প্লাটফর্মে ঘুরে ঘুরে বিভিন্ন ইউজারের পোস্ট বুমিং সাপোর্টের জন্য সিলেক্ট করবেন। তাই এই দায়িত্বটি কমিউনিটি থেকে তুলে নেওয়ার ফলে আমারও সাপ্তাহিক একটি দায়িত্ব শেষ হয়েছে।

এর সাথে সাথে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার দায়িত্বটিও আর নেই।‌কারণ কমিউনিটিতে কারোও এনগেজমেন্ট‌ই দীর্ঘদিন ধরে লক্ষ্যিত হচ্ছে না। ফলতো অ্যাডমিন ম্যামের নির্দেশ অনুসারে সেই দায়িত্বটিও এই সপ্তাহ থেকে বন্ধ হয়েছে।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250705_135710.jpg

পোস্ট ভেরিফিকেশন করাটা মডারেটর হিসেবে আমার দায়িত্ব এবং সেখানে ঠিক, ভুল সমস্তটাই কমেন্ট এর মাধ্যমে উল্লেখ করা হয়। তবে অবাক লাগে যখন পুরনো ইউজারদের কিছু কার্যক্রম চোখে পড়ে, যেটা শুধু নিন্দনীয় নয় যথেষ্ট লজ্জাজনক। প্রথমবার নয়, অনেকের ক্ষেত্রে একাধিক বারও এই ভুলের পুনরাবৃত্তি চোখে পড়েছে। তাই কমিউনিটির তরফ থেকে বারংবার সতর্ক করার পরেও, যখন তারা এক‌ই কাজ করেন,‌তখন তাদের নামের পাশে ট্যাগ পরিবর্তন করা আবশ্যক হয়ে পড়ে। তবে দুর্ভাগ্যবশত এই সপ্তাহে এই ধরনের কার্যক্রম আমার চোখে পড়েছে বেশি। আর যথাযথভাবে তাদের ট্যাগ পরিবর্তন করা হয়েছে এবং তাদের কার্যক্রম অনুযায়ী পোস্ট ভেরিফাইও করেছি।

ভেরিফিকেশনের তারিখভেরিফাইড পোস্ট সংখ্যা
28/06/20254
29/06/20254
30/06/20253
01/07/20258
02/07/20256
03/07/20258
04/07/20256

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

ইউজার হিসেবে সপ্তাহে প্রতিদিন পোস্ট শেয়ার করা আমার দায়িত্ব এবং চেষ্টা করেছি বরাবরের মতো দায়িত্বটি সঠিকভাবে পালন করার। গত সপ্তাহে কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার সংক্ষিপ্ত বিবরণ আরও একবার নিচে উপস্থাপন করলাম।

No.DateTitleThumbnail
01.28-06-2025"The weekly job I concluded being a Senior Moderator"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnmGr8gcJLJfQQrCGAHmFU3PDvYq7rafygJ5u34Ln6qxYt7ENivPB9RCGM2qo...Es3Gcrz1wfbib6HLfnbKKRP11YbeeQjatbd7W4rHMTBUdqfz4yMQLoAJoMxTnFtZJfxjL8u6i5scABABM5qGikXMaq2Y4oFGxMchfmREgxf5KGqWAdnLrBEuaN.png
No.DateTitleThumbnail
02.29-06-2025"এই বছর রথযাত্রায় যোগদানের অনুভূতি"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bFGLZ4VK2Yfsh2dxm7RodrgUuQDzLKbDGzb88kHoZLSLgpbRGSkMWK1szXuoLZwtgRaiYQotbGcbzFWnQpr1YcwQzgCN.jpeg
No.DateTitleThumbnail
03.30-06-2025"অলসতায় ভরা সন্ধ্যা বেলার গল্প"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAnS4sfLg4br128GYSSa2DK9rsdZYurZUjXnTdV4VhZQLKa6qJp1UdRDLVgY6pdHekrLXMNKFoyf9WsRXEqS5hi3Xy4Dc.jpeg
No.DateTitleThumbnail
04.01-07-2025"Better life with steem// The Diary Game// 1st July,2025"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyPyaGUQFt3oXptLVjJDaPkqjGgx14d2ugQoPszdnwgopfx2dVLbMoVBdzmYy4qqyNkioq9uL1heiRGk2mkcMUf4Qd26r.jpeg
No.DateTitleThumbnail
05.02-07-2025"ভালোবাসা প্রকাশিত হলে মূল্য হারায়,অপ্রকাশিত ভালোবাসার অনেক জোর"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVMy4NxkqSWQoi51EywXyZgN9bx7kSh6XtzKmHELxHPFJZzwkktjKNMFdPsJaDk1i53eppPCVq4eqR4cSPVfKCiEbspJa.jpeg
No.DateTitleThumbnail
06.03-07-2025"যোগীঘাট ও‌ মংপুতে রবীন্দ্র ভবন ঘুরে দেখার অভিজ্ঞতা"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yNbjY8QMdQ1oUAUknunXR51GJT98rqxL2d23KHUon4jiR65ygJsp3gkLJeN25KqgjM6aXsVdKeVJG1F29uynCb2uYyhdp.jpeg
No.DateTitleThumbnail
07.04-07-2025মহালদিরাম টি গার্ডেন থেকে অভিরাজ হোমস্টের যাত্রাপথের অনুভূতি "JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81LT5xX6Rk9VvGigzpRmWaURzeEApgimfK5aW8D7PiKvRM24j8ji7r4P6vus4ffpkT4VRcEigydGEZXiiTzordbNWuYRjC.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এটাই ছিল আমার এই সপ্তাহের সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ, যার প্রতিটি বিষয়কে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি প্রত্যেকে আমার শেয়ার করা রিপোর্টটি পড়বেন এবং নিজেদের মতামত মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলের সুস্থতা প্রার্থনা করে এই সপ্তাহের রিপোর্ট আমি শেষ করছি।‌প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...