"কখনো কখনো অন্যের জীবনের কিছু ঘটনা, নিজের জীবনের প্রতিচ্ছবি হয়ে ধরা দেয়"

in Incredible India2 days ago
IMG_20250710_214906.jpg

Hello,

Everyone,

ভীষণ মনখারাপ নিয়ে অবশেষে আজকের পোস্ট লিখতে বসলাম। জীবনের বাস্তবতা বোঝার জন্য কখনো কখনো একটা মুহুর্তই যথেষ্ট জানেন?

অন্যের জীবনে‌ ঘটে যাওয়া কিছু ঘটনা যখন নিজের জীবনের প্রতিচ্ছবি হয়, তখন যেন ফেলে আসা দিনগুলো আরও বেশি‌ করে ঘিরে ধরে আমাদের।

অনেক কষ্টে যেগুলো ভুলে আপনি জীবনে এগোনোর সিদ্ধান্ত নেন, সেই সব ঘটনা যেন মুহুর্তের মধ্যে সামনে এসে আপনার পথ‌ আটকে দিতে চায়। আপনাকে আবারও ফিরিয়ে নিয়ে যায় আপনার জীবনের সেই অন্ধকার সময়ে।

আমাদের চারমূর্তি অর্থাৎ আমি বাদে আমার তিনজন বান্ধবীর কথা নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে। পুরনো অনেকগুলো পোস্টে আমি ওদেরকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আমাদের দার্জিলিং ট্যুরেও আমরা একসাথেই গিয়েছিলাম।

তার মধ্যে একজন হলো সঙ্গীতা। ওর জীবনেই এখন কঠিন সময় চলছে, সেই বিষয়ে কিছুক্ষণ আগেই জানলাম। আর তারপর থেকে আমি আমার জীবনের ফেলে আসা কঠিন মুহূর্ত গুলোকে বারংবার মনে করে কষ্ট পাচ্ছি।

তবে এই ঘটনাটা ওর একান্তই ব্যক্তিগত। তাই সে বিষয়ে সত্যিই আমি আপনাদের সাথে কোনো আলোচনা করতে পারবো না। তবে হ্যাঁ ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই কঠিন সময় যেন ও পার করতে পারে।

কারণ বান্ধবী হিসেবে হয়তো পাশে থাকতে পারবো, কিন্তু লড়াইটা ওর নিজেরই তাই ওকেই লড়তে হবে। ওর হয়ে লড়াইটা করে দেওয়া আমাদের মধ্য থেকে কারোর পক্ষেই সম্ভব হবে না।

IMG_20250710_214803.jpg

সত্যি বলতে আজকালকার দিনে এমন অনেক ঘটনা শুনি যা বারংবার প্রমাণ করে বর্তমানে ভালোবাসার কোনো মূল্য নেই, সম্পর্কের মূল্যায়ন করতে পারা মানুষের সংখ্যা দিন দিন কমছে।

অনেক সময় অনেক নির্মম ঘটনার কথাও পড়ি। তবে যখন নিজের চেনা পরিচিত বা কাছের মানুষদের সাথে এমন ঘটনা ঘটে, তখন যেন সেটা আরও বেশি করে নাড়িয়ে যায় আমাদের।

আজ থেকে বেশ কয়েক বছর আগে আমিও এইরকম কঠিন সময়ের মধ্যে গিয়েছি, তাই ওর কাছে এই লড়াইটা কতখানি কঠিন হবে তা আন্দাজ করতে পারি। তার ওপর ওর একটা ছেলে রয়েছে, তাই ওর লড়াইটা হবে দ্বিগুণ।

তবে একজন মা চাইলে অনেক কিছুই করতে পারে, সেটাই ওকে বারংবার বোঝানোর চেষ্টা করলাম। এরপর সিদ্ধান্ত অবশ্যই ওর। কারণ জীবন ওর, সন্তান ওর, তাই ভাবনা, চিন্তা এবং সিদ্ধান্ত সব কিছুই ওর একান্ত ব্যক্তিগত।

মাঝেমধ্যেই স্বার্থপর পৃথিবীতে নিজেকে বড্ড বেমানান মনে হয়। আশেপাশে লোকগুলো নিজেদের স্বার্থসিদ্ধ করার জন্য আমাদের ব্যবহার করে, এটা বুঝেও অনেক সময় আমরা ব্যবহৃত হ‌ই শুধুমাত্র সম্পর্ক গুলোকে বাঁচিয়ে রাখার জন্য।

এটাকে বোকামি বলে না মানবিকতা‌, ভালোবাসা বলে না সময় নষ্ট, দায়িত্ববোধ বলে নাকি ভালো সাজার অভিনয়, আমি সত্যিই জানিনা। তবে হ্যাঁ এক এক জন এই জিনিসটাকে এক এক রকম ভাবে ব্যাখ্যা করলেও, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনের সম্পর্ক গলোকে মূল্যায়ন করি, এবং আগামীতেও করবো।

IMG_20250710_214815.jpg

কারণ নিজেকে পরিবর্তন করতে গিয়ে নিজের সত্ত্বাকে বিসর্জন দিতে পারবো না। এর কারণে যদি আমাকে কেউ ব্যবহার করে করুক, বোকা বলে বলুক, অথবা অন্যের থেকে খারাপ ব্যবহার কিংবা কষ্ট পাই না কেন, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য আমার যতটুকু করা সম্ভব আমি সেটা করবো।

তবে আজ থেকে পাঁচ ছয় বছর আগের আমির সাথে আজকের আমির অনেক পার্থক্য নিজের অনুভব করি। সবথেকে যেটা বেশি বুঝতে পারি, সেটা হচ্ছে অন্যের কাছ থেকে আমি কিছু পেতে পারি এই আশা করাটা বন্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো।

এই গোটা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মানুষের কাছ থেকে আমি কিছু জিনিস প্রত্যাশা করতাম। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পেরেছি সেই মানুষগুলো আমার প্রত্যাশা পূরণে অক্ষম। কারণ আমি যদি তাদের কাছ থেকে টাকা পয়সা চাইতাম হয়তো তারা সেটা পূরণ করতে পারতো।

তবে আমি তাদের কাছ থেকে চাইতাম এমন কিছু অনুভূতি, যেগুলো পূরণ করা তাদের পক্ষে সত্যিই অসম্ভব ছিলো। তাই সেই প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি,‌ কেঁদেছি। তাই ধীরে ধীরে নিজেকে বুঝিয়েছি প্রত্যাশাটাকে কমাতে হবে, তাহলে কষ্টটা অনায়াসেই কমে যাবে।

তাই আজ যদি আমি পাঁচ বছর আগের আমার সাথে বর্তমানের নিজেকে তুলনা করি, তাহলে বুঝতে পারি অন্যের কাছ থেকে প্রত্যাশা করাটা কমানোর ফলে, তাদের ব্যবহার আর আজকাল মনে তেমন দাগ কাটেনা। কিন্তু আমি আমার দায়িত্ব এবং কর্তব্য সবটাই সমানভাবে করে চলেছি। আর যতদিন ঈশ্বর ক্ষমতা দেবেন আমি এটা করে যেতে চাই।

IMG_20250710_214851.jpg

আমার অভিসন্ধি, আমার উদ্দেশ্য সম্পর্কে কারোর কাছে আজকাল আর কোনো ব্যাখ্যা দিই না। ঈশ্বরের কাছে আমার অভিসন্ধি একেবারে পরিষ্কার। তাই তিনি জানেন আমি যা করি তা কেন করি, আর মানুষ কি ভাবলো সেটা সম্পর্কে ভাবতে গিয়ে সত্যিই নিজেকে আর বিব্রত করতে চাই না।

কারণ অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য ব্যাখ্যা করার মানেই হলো, নিজের কর্মটাকে জাহির করা, যেটা আজকাল করা একেবারেই বন্ধ করে দিয়েছি। আর বিশ্বাস করুন এটাও একধরনের আত্মতৃপ্তি দেয়।

এই মুহূর্তে অনেক পুরনো কথা মনে পড়ছে। যে মুহূর্তগুলো আমি একা কাটিয়েছি। আমার চোখের জল, অভিযোগ, অভিমান, কষ্ট, রাগ কোনোটাই সেই মানুষগুলোর মন বদলাতে পারেন, যাদেরকে আপন ভেবে ভালোবেসেছি। তবে আজ তাদের থেকে কোনো প্রত্যাশা নেই বলে, তারা আমার কোনো অনুভূতি না বুঝলেও বিশেষ কিছু যায় আসে না।

তবে হ্যাঁ দিন শেষে আমিও মানুষ, অনুভূতি আমারও আছে, কারণ অনুভূতিহীন হয়ে গেলে মানুষ বাঁচতে পারে না। তবে হ্যাঁ সেই অনুভূতিগুলো কোথায় প্রকাশ করা উচিত আর কোথায় নয়, সেটুকু বোঝার জন্য জীবনে অনেকটা পথ পেরিয়েছি এবং অনেক কষ্ট পাওয়ার পর শিখেছি। তাই নিজের অনুভূতি নিজের মধ্যে রেখে কিভাবে অন্যের অনুভূতির মূল্যায়ন করতে হয়, এখন শুধু সেই প্রচেষ্টাই করি।

যাইহোক বান্ধবীর জীবনের কঠিন পরিস্থিতির কথা শুনে নিজের জীবনের কিছু অনুভূতি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানিনা আপনাদেরকে কতখানি বোঝাতে পারলাম লেখার মাধ্যমে। তবে লেখা শেষ করার আগে একটাই কথা বলবো- প্রত্যাশা বিহীন জীবন কাটানো মানেই মানবিকতাহীন হওয়া নয়। বরং মানবিকতাকে বাঁচিয়ে রেখে প্রত্যাশা বিহীন ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, আপনাকে অনেক কষ্ট পাওয়ার হাত থেকে বাঁচাতে পারে।

ভালো থাকবেন‌ সকলে।

Sort:  
Loading...

SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

WhatsApp Image 2025-06-29 at 15.12.51_2f3c3c85.jpg

 yesterday 

Thank you for your support @muzack1. 🙏