তাতানের উপহার (Birthday gift:- Handmade card)
![]()
|
---|
Hello,
Everyone,
সেই সন্ধ্যার পর থেকে একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম। এইমাত্র কাজটা শেষ করলাম। আর আজ সেই কাজ সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে এই পোস্টের মাধ্যমে আলোচনা করবো।
কিছুদিন আগে আমার জন্মদিন ছিলো এবং জন্মদিনের উপহার হিসেবে তিতলি ও তাতান আমাকে নিজেদের হাতে কার্ড তৈরি করে দিয়েছিলো। সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। আগামী পরশুদিন অর্থাৎ 12 ই অক্টোবর তাতানের জন্মদিন। সুতরাং আমারও কার্ড তৈরি করার দায়িত্ব পড়েছে।
বুঝতেই পারছেন দায়িত্বটা কে দিয়েছে 😊!
অনবরত কয়েকদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, তাতান আমাকে শুধু রিমাইন্ডার দিচ্ছে তার জন্মদিন উপলক্ষে কি কি জিনিস আমাকে নিয়ে যেতে হবে।
যেহেতু আগামীকাল রাতে আমি দিদি বাড়িতে যাবো এবং দিনের বেলায় সংসারের কাজের ব্যস্ততায় সময় হবে না। তাই আজ সন্ধ্যা বেলায় বসলাম তাতানের জন্মদিনের কার্ড তৈরি করতে।
ভাবলাম কার্ড যখন তৈরি করছি, তখন আপনাদের সাথে পদ্ধতিটা শেয়ার করি। আমি এই সমস্ত কাজের ভীষণ পারদর্শী এ কথা বলবো না। তাই অগত্যা ইউটিউবই ভরসা। সেখান থেকেই দু তিনটে ভিডিও দেখে তারপর আজকের কার্ড তৈরি করেছি।
|
---|
প্রথমে জানাই আমি কি কি উপকরণ ব্যবহার করেছি, -
নং | উপকরণ |
---|---|
১. | সাদা রঙের আর্ট পেপার |
২. | আঠা |
৩. | ছুড়ি ও কাঁচি |
৪. | স্কেল |
৬. | পেন ও পেন্সিল |
৭. | পছন্দ অনুয়ায়ী রঙ পেন্সিল |
|
---|
প্রায় বছরখানেক আগে আনা সাদা এবং কালো রংয়ের আর্ট পেপার ঘরে রাখা ছিলো। যেহেতু তাতানের জন্মদিন উপলক্ষ্যে দেবো, তাই কালো পেপার ব্যবহার করিনি। এই কারণে সাদা আর্ট পেপারে নিয়েছিলাম। যত্ন করে রাখলে যে কোনো জিনিসই ভালো থাকে, আজ আরও একবার তার প্রমাণ পেলাম।
![]() |
---|
যাইহোক প্রথমে আর্ট পেপার নিয়ে সেটাকে ভাজ করে মাঝখান থেকে কেটে নিলাম। তারপর নিজের পছন্দের মাপ অনুযায়ী আর্ট পেপার নিয়ে বাকিটা ভাঁজ করে সরিয়ে রাখলাম। এর সাথে বাকি সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম কার্ড বানাতে।
![]() |
---|
প্রথমে আর্ট পেপার মাঝখান দিয়ে ভাজ করে নিতে হবে এবং তারপর পেন্সিল দিয়ে মাঝ বরাবর চারটে দাগ টানতে হবে। যেখানটা ভাঁজ করেছেন, সেই খানেই এই দাগগুলো কাটতে হবে। তারপর কাঁচির সাহায্য দাগগুলো পরপর কেটে নিতে হবে। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে, নিচ থেকে উপরের দিকের কাটার মধ্যে সামান্য পার্থক্য থাকে। যাতে ভাঁজ করলে দেখতে খানিকটা সিঁড়ির মতো লাগে, যেমনটা আপনারা ছবিতে দেখতে পারছেন।
এরপর ভাঁজটা খুলে, কেটে নেওয়া অংশটিকে ভেতরের দিকে খুলতে হবে। উপরের ছবিটি দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন এবং সিঁড়ির মত করে ভেতরের দিকে এটাকে ভাঁজ করতে হবে।যাতে মাঝখানটা খুললে দেখতে খানিকটা কেকের মতো লাগে। আশাকরি ছবিটা দেখে আপনারা এটা বুঝতে পারবেন।
এরপর এই তিনটে ধাপে ভিন্ন ভিন্ন কালারও করতে পারেন। আবার এক কালারও করতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুয়ায়ী সাজবেন। যাতে দেখতে কেকের মতো লাগে, যেন দেখে মনে হয় এটি তিন ধাপের একটা কেক।
এর উপরে একটা মোমবাতি আঁকতে হবে। যেহেতু জন্মদিনের কেকের ওপরে আমরা একটা মোমবাতি রাখি, সেই কারণেই এই প্রচেষ্টা। মোমবাতিটা এঁকে নেওয়ার পর সেটাকে সুন্দর করে রং ও করতে হবে।
![]() |
---|
এরপর কার্ডটিকে যেভাবে ভেতরের দিকে সিড়ির মতন ভাঁজ করা হয়েছিলো, সেই ভাবে ভাঁজ করে রাখতে হবে। একই মাপের আরও একটা আর্ট পেপার নিয়ে ভাজ করে রাখা আর্ট পেপারের ওপর ভালো করে আঠা লাগিয়ে, অন্য আর্ট পেপারের মাঝ বরাবর সেটাকে ভালো করে আঠার সাহায্যে আটকে দিতে হবে, ঠিক যেমনটা আপনারা ছবিতে দেখতে পারছেন।
এরপর যেকোনো রং দিয়ে কার্ডটার চারিদিক বর্ডার করে দিতে হবে। আমার কাছে রংয়ের খুব একটা অপশন ছিল না, এই কারণে আমি পিংক কালারের মার্কার ব্যবহার করেছি।
![]() |
---|
এরপর নিজের ইচ্ছা মতন ভেতরে কিছু মেসেজ লিখতে পারেন, যেমনটা আমি লিখেছি। আর নিচের দিকটা ফাঁকা লাগছিলো বলে, সেখানে আমি তিনটে বেলুন এঁকে রং করে দিয়েছি।
এরপর একেবারে উপরের দিকে চারিদিকটা বর্ডার করার পর, কিছু ডিজাইন করে দিয়েছি। যাতে এটা দেখতে ভালো লাগে। এখানে আপনারা নিজেদের মতন করে ডিজাইন করতে পারেন। আমি ইউটিউব দেখে দেখে কিছু ডিজাইন করেছি এবং সেখানে তাতানের নাম লিখেছি।
ওর ভালো নাম নিলাদ্রী, বোধহয় এই নামটা আমি এর আগে আপনাদের সাথে তেমন ভাবে শেয়ার করিনি। কারণ আমি ওদেরকে তিতলী এবং তাতান নামেই ডাকি। ওদের ভালো নাম কখনো কখনো আমার মনেও থাকে না।
![]() |
---|
যাইহোক যেহেতু এটা জন্মদিনের কার্ড তাই ভাবলাম ভালো নামটা লেখা উচিত। কিন্তু খেয়াল করলে দেখবেন ভিতরে আমি তাতানই লিখেছি। যাইহোক কার্ডটা খুবই সিম্পল বানিয়েছি, তবুও এটা বানাতে আমার অনেকটা সময় লেগেছে। আসলে এই সকল কাজ খুব বেশি করা হয় না বলে, খুব একটা দ্রুত করে উঠতে পারি না।
যাইহোক এই ছিলো তাতানের জন্য আমার নিজের হাতে তৈরি করার জন্মদিনের কার্ড। আপনাদের দেখে কেমন লাগলো, সেটা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।
Hello there, you have posted a great quality post and we are happy to support you, stay up with good quality publications
Curated by wirngo
Thank you for your support @wirngo. 🙏