Incredible India monthly contest of August #2| Elements that are likely to dissipate over time.

in Incredible Indialast month
IMG_20250829_015309.png

"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলেরই আজকের দিনটা বেশ ভালো কেটেছে। আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে আয়োজিত কনটেস্টে।‌যদিও আজ অংশগ্রহণের একেবারে শেষ দিন, কিন্তু তবুও বিষয়বস্তু এতোটাই আকর্ষণীয় যে, নিজের মতামত শেয়ার করার জন্য এই পোস্টটা লিখছি। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"Which elements do you think will disappear from our lifestyle in the upcoming era? Explain!"

playground-6707953_1280.jpgsource

আমাদের জীবন ধারার পরিবর্তন প্রতিদিন একটু একটু করে হয়েই চলেছে। তবে যদি একেবারে ছোটবেলা থেকে হিসেব করি, তাহলে জীবন থেকে এমন অনেক কিছু বাদ চলে গেছে যা এই জীবনে আর ফিরে পাওয়া হবে না। তাই কোন বিষয়টা রেখে কোন বিষয়টা নিয়ে লিখবো, সেটা নিয়ে কিছুটা ভাবতেই হচ্ছে।

🔶যাইহোক যেহেতু একেবারেই ছোটবেলার কথা দিয়ে শুরু করলাম, তাই নিজেদের ছোটবেলার সাথে বর্তমান যুগের বাচ্চাদের ছোটবেলার পার্থক্যই সবার প্রথমে ভেসে উঠল চোখের সামনে। একটা সময় পাড়ার সকলে মিলে মাঠের মধ্যে ছোটাছুটি করে আমরা যে শৈশব উপভোগ করেছি, বর্তমানে বাচ্চাদের কাছে সেটা খানিক গল্পই বটে। গ্রামের দিকে যদিও বা এমন শৈশব চোখে দেখা যায়, তবে তাতেও অনেকটাই ছেদ পরেছে প্রযুক্তির কারণে। গ্রামের দিকে বর্তমান যা অবস্থা, তাতে একটা সময় এই দৃশ্যগুলোও বিলীন হয়ে যাবে, এ বিষয়ে আমি একেবারেই নিশ্চিত।

🔶যুগের সাথে তাল মেলাতে গিয়ে মানুষের জীবন ধরার পরিবর্তন হয়েছে এ কথা সত্যি। তবে সম্পর্কের পরিবর্তন হয়েছে তার থেকে শতাধিক। যৌথ পরিবার আজ শুধু সিনেমার পর্দায় কিংবা গল্পের বইয়েই পড়তে ভালো লাগে। অথচ আমাদের ছোটবেলাতে যৌথ পরিবারের এতো উদাহরণ ছিল যে, আজ সেই পরিবার গুলোর ভাঙ্গন দেখলে নিজের ভিতরেই খারাপ লাগা কাজ করে। তবে অদূর ভবিষ্যতে সঠিকভাবে পরিবার গড়ে উঠবে কিনা এ বিষয়ে ও আমি বেশ সন্ধিহান।

🔶বর্তমান যুগের ছেলে মেয়েরা সম্পর্কে আবদ্ধ হয় ঠিকই, তবে সেখানে সারা জীবন সাথে থাকার প্রতিশ্রুতি দিতে কেউ রাজি নয়। বিয়ে করে পরিবার তৈরি করাতে আজ আর কারোর সম্মতি নেই। সকলেই নিজের মতন করে বাঁচতে ভালোবাসে। নিজের পায়ের তলার মাটি শক্ত করে, নিজের ইচ্ছামতন জীবন যাপনে ব্রতী হওয়াতে‌ আগ্ৰহী‌‌ সকলে।তাই একটা সময়ে সঠিকভাবে পরিবার গড়ে তোলাটাও বোধহয় বিলুপ্ত হয়ে যাবে। কারণ আজকাল না কেউ‌সম্পর্কে বিশ্বাস করে, না সম্পর্কের ভিতরে বিশ্বাস বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

🔶আমরা ছেলেবেলায় যখন পড়াশোনা করেছি তখন স্কুলে যেমন নিয়ম শৃঙ্খলা ছিলো, তেমনি বাবা-মায়ের পরে আমাদের ভালো চেয়ে শাসন করার দায়িত্ব ছিল শিক্ষক-শিক্ষিকাদের উপর। কিন্তু ভাবতেও অবাক লাগে আজকাল নিজেদের বাবা-মায়েরাও সন্তানদেরকে শাসন করতে পারে না। পড়াশোনার মাধ্যম হিসেবে এখন মোবাইল কম্পিউটার চলে এসেছে। তাই শিক্ষক-শিক্ষিকার প্রতি সেই সম্মানজনক আচরণ আজ বিলুপ্তির পথে।

🔶তবে এ দোষ শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের নয়। একটা সময় শিক্ষক শিক্ষিকারা ছাত্র‌ছাত্রীদেরকে নিজের বাচ্চাদের মতন স্নেহ করতেন। তবে আজকালকার শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সেই আচরণ দেখা যায় না বললেই চলে। তাই অদূর ভবিষ্যতে বোধহয় নিয়মমাফিক স্কুলে যাওয়া, ক্লাস করা, শিক্ষক-শিক্ষিকা তথা সহপাঠীদের সাথে জীবনের শ্রেষ্ঠ দিনগুলো কাটানোর সুযোগ কেউই পাবে না।

text-4095909_1280.jpgsource

🔶আমাদের ছোটবেলাতে প্রযুক্তি তত বেশি থাবা বসাতে পারেনি বলে একটা অন্যরকম শৈশব আমরা কাটাতে পেরেছি। আত্মীয়-স্বজনের সাথে যখন যোগাযোগের মাধ্যম ছিলো চিঠি। মনের ভাব প্রকাশ করার শ্রেষ্ঠ মাধ্যমও ছিল চিঠি। তবে আজকাল এই চিঠি লেখার অভ্যাস যেমন মানুষের মধ্যে থেকে হারিয়ে গেছে, ঠিক তেমনি চিঠি পড়ার প্রতিও আর মানুষের আকর্ষণ কাজ করে না। কারণ প্রযুক্তি এখন এতোটাই এগিয়ে গেছে যে, মানুষের না চিঠি লেখার ধৈর্য্য আছে, আর না পড়ার।

🔶ছেলেবেলার সেই সব দিনগুলো খুব মনে পড়ে যখন পাড়ার সকল বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা করতাম আমরা। তারপর সকলের বাড়ি থেকে চাঁদা তুলে গ্রামের একটি নির্দিষ্ট বাড়িতে সারা রাত ধরে চলতো ভিডিও দেখা। যেখানে শুরুর দিকে পাড়ার সকল মা কাকিমাদের জন্য বেশ কিছু বাংলা সিনেমা চালানো হতো এবং বেশি রাতের দিকে চালানো হতো হিন্দি সিনেমা। যেখানে আমরা সারারাত জেগে ভিডিও দেখতাম। আজ সে সব বিলুপ্তির পথে।

🔶কারণ আমাদের সকলের হাতে রয়েছে স্মার্টফোন। সেই পুরনো দিনের ফেলে আসা সিনেমা থেকে শুরু করে, নতুন দিনের সিনেমার সবটাই চাইলে আমরা এই মুঠোফোনে দেখতে পারি। তাই আজ আর একত্রিতভাবে সেই রকম ভিডিও দেখার আয়োজন করা হয় না। একটা সময় আমরা এটা ভাবতেই পারতাম না যে, হাতের মধ্যে এমন একটা যন্ত্র থাকবে যেখানে আমি আমার নিজের পছন্দের সিনেমা দেখতে পারবো। হয়তো একটা সময় এর থেকেও আরো উন্নত প্রযুক্তি আসবে এবং আমরা আরও বেশি আধুনিক হবো। তখন এই ফোনের বিষয়টাও গল্প হয়েই থেকে যাবে।

যাইহোক এইরকম আরো অসংখ্য পরিবর্তন রয়েছে, যেগুলো ব্যক্তিগতভাবে আমার মনে হয় আগামী দিনে শুধুই গল্প হয়ে থেকে যাবে।

1672344690977_010726.jpg

"Has our lifestyle undergone substantial changes as a result of various transformations? Please justify your perspective."

পরিবর্তন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা চাইলেও আমরা কোনোমতেই আটকাতে পারবো না। যেমন চাইলেই আমরা সারা জীবন ছোট্ট থাকতে পারবো না। জীবনের নিয়মে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মৃত্যু সবটাই আসবে। ঠিক তেমনি পরিবর্তন‌ আসবে আমাদের জীবনধারাও।

আজকের দিনে দাঁড়িয়ে যখন পিছন ফিরে তাকাই, তখন বুঝতে পারি কতখানি পরিবর্তন ঘটেছে আমাদের এইটুকু জীবনের ব্যাপ্তিতে। কিছু পরিবর্তন অবশ্যই ভালো, আবার কিছু পরিবর্তনের জন্য আফসোস হয় মনে মনে। প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেক এগিয়ে গেছি, নতুন অনেক জিনিসে অভ্যস্ত করেছি‌ নিজেদেরকে, তবে পুরনো কিছু অভ্যাস বদলে যাওয়ার জন্য মাঝেমধ্যে কষ্ট হয়, একথাও অস্বীকার করবো না।

তবে আমরা মেনে নিতে শিখেছি যে পরিবর্তনই স্বাভাবিক। আমাদের ছোটবেলাতেই দেখতাম মায়েরা সবসময় সংসারের কাজ করেন, তারপর ফাঁকা সময়ে তারা বিভিন্ন জিনিস সেলাই করেন। কারণ তখন ঘরে ঘরে না ছিল টিভি, আর না ছিল এতো উন্নত প্রযুক্তি। তবে আজকালকার বাচ্চারা যখনই মায়েদেরকে সংসারের কাজের বাইরে দেখবে, তখনই হয় তারা টিভি দেখে কিংবা মোবাইল ঘাঁটে। এটাই আসলে যুগের পরিবর্তন। তাই একটা সময় লাইব্রেরীতে যতো ভিড় হতো, আজ সেখানে ভিড় আপনার চোখে পড়বে না।

1672344690977_010726.jpg

"According to you, which are the useful changes, and which are not!"

ai-generated-8165671_1280.jpgsource

ভালো দিকের উদাহরণ:-


🔶শুরুতেই বলেছি পরিবর্তন যে সব সময় খারাপ হবে এমনটা নয়, কিছু পরিবর্তন আমাদের জীবনকে অনেক সহজ করেছে। সে ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই যা মনে পড়ে সেটি হলো মানুষের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইলের কথা।

🔶একটা সময় ছিল যখন চিঠির মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হতো। তবে সেই চিঠি অনেকটা সময়ের ব্যবধানে গিয়ে পৌঁছাতো। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পেতেও অনেক সময় দেরি হতো। তবে আজ তেমনটা হয় না। প্রযুক্তির কারণে মোবাইলের মধ্যে মুহূর্তেই আমরা একে অপরের কাছে খবর পৌঁছে দিতে পারি, সেটা দেশ‌ হোক ও কিংবা বিদেশ।

🔶চিকিৎসা ক্ষেত্রে উন্নতির কথা না বললেই নয়। একটা সময় ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার কথা আমরা কেউ ভাবতেই পারতাম না। তবে আর যদি দেখেন এমন অনেক ক্যান্সার রোগী সুস্থ ভাবেই জীবন যাপন করছে। তার একটাই কারণ সেটা হলো উন্নত চিকিৎসা। এমনকি পরিবহনের ক্ষেত্রেও অনেক উন্নতি আজকাল চোখে পড়ছে।

🔶আজকাল অনেক মেয়েরা কর্মসূত্রে বাড়ির বাইরে বেরোচ্ছে, চাকরি করছে, বিভিন্ন কোম্পানিতেও কাজ করছে, এ কথা সত্যি। তবে অনেক গৃহবধূর আছে যারা হয়তো বাইরে বেরিয়ে কাজ করতে পারছেন না। তবে প্রযুক্তির কারণে বাড়িতে বসে ও তারা কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন। যেমন আমাকেই দেখুন, আমিও কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করছি, এটাও উন্নত প্রযুক্তির একটি ভালো দিক।


খারাপ দিকের উদাহরণ:-


🔶ভালো দিক যেমন খুব সহজেই বললাম এর অনেক খারাপ দিক অবশ্যই রয়েছে। যেমন বললাম আজকাল আর চিঠির ব্যবহার হয় না, মোবাইল ফোনের মাধ্যমে খবর যায় খুব সহজেই।‌তাই আন্তরিকতার ভাষা মানুষ ভুলতে বসেছে। সম্পর্কের মধ্যেও এখন যান্ত্রিকতার আভাস পাওয়া যায়।

🔶এ.আই, চ্যাট জিপিটি এই সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। তবে এই বিষয়গুলিকে কাজে লাগিয়ে বহু মানুষের কর্মসংস্থান নষ্ট হচ্ছে, এটাও আমাদের সকলেরই জানা। তাই এটা প্রযুক্তির একটা খারাপ দিক বটে।

🔶গত কয়েকদিন আগেই খবরে দেখলাম আমাদের এখানে মেট্রোরেল চালু হওয়ার কারণে, ট্যাক্সি ড্রাইভারদের অনেক ক্ষতি হচ্ছে। তবে যদি আমি একজন যাত্রী হিসেবে ভাবি তাহলে মেট্রোরেলের পক্ষেই আমার মত থাকবে। কারণ সেখানে সময় এবং অর্থ দুটোই বেঁচে যাচ্ছে। তবে উল্টো দিকে সেই ট্যাক্সির ড্রাইভারদের ইনকামের রাস্তা বন্ধ হতে চলেছে। ঠিক এইরকম ভাবেই উন্নত প্রযুক্তি একদিকে আমাদের উপকার করছে, আবার অন্যদিকে ক্ষতিগ্রস্ত করছে অনেক ভাবেই।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক সবকিছুরই ভালো এবং খারাপ দুটি দিক রয়েছে। তবে পরিবর্তন সবথেকে বড় সত্যি, যার সুফল যেমন আমাদের জীবনযাত্রাকে সুন্দর‌ ও সহজ করবে। তেমনি কুফল গুলোকেও আমাদের সমানভাবেই গ্ৰহন করতে হবে।

আমি আমার মতামত গুলো নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করলাম। তবে পোস্টটা পড়ে আপনাদের কেমন লাগলো, আপনারা কোন কোন বিষয়ে সহমত,‌সেটা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

শেষ করার পূর্বে আমি এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই @muktaseo, @piya ও‌ @pijushmitra কে। ভালো থাকবেন সকলে‌।‌‌ শুভরাত্রি।

Sort:  
Loading...
TEAM FORESIGHT

Congratulations!

Your post has been supported by SC-05. We support quality posts, quality comments anywhere, and any tags


1000063159.gif

 last month 

Thank you for your support ma'am. 🙏