You are viewing a single comment's thread from:
RE: নিজেকে আত্ন বিশ্বাসী হিসাবে গড়ে তুলুন।
Hello,
@nushrat,
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কমিউনিটিতে নিজের লেখা কন্টেন্ট শেয়ার করার জন্য। তবে আমি আপনার প্রোফাইল দেখে জানতে পারলাম, আপনি একজন bot ইউজার। আপনাকে জানিয়ে রাখি আমাদের কমিউনিটিতে bot ইউজারদের পোস্ট করা নিয়মবহির্ভূত।
এছাড়াও আপনি যে ছবিটির ব্যবহার করেছেন সেটাও কপিরাইট ফ্রি সাইট থেকে নেওয়া নয়, সুতরাং আপনাকে অনুরোধ করবো ,আমাদের কমিউনিটির সমস্ত নিয়মাবলী গুলো ভালো করে জেনে, তারপর নিজের লেখা শেয়ার করুন। ভালো থাকবেন।ধন্যবাদ। শুভ রাত্রি।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য। আসলে bot ইউজার বলতে কি বোঝাতে চেয়েছেন। আমার এই লেখাটি বা পুবেৃর কোন লেখাটি bot এর মাধ্যমে লিখেছি একটু জানাবেন। তাছাড়া আমি প্রত্যেকটায় ইমেজের সোর্স দিয়ে দিয়েছে। এতে আমার কোন সমস্যা আছে কিনা।
আপনাকে নিশ্চয়ই সবটা বুঝিয়ে বলবো। আপনি দয়াকরে আমাদের ডিসকর্ডে যোগাযোগ করুন তাহলে আপনাকে সবকিছু বুঝিয়ে বলতে সুবিধা হবে। আমাদের ডিসকর্ড লিঙ্কটি হলো-
https://discord.gg/PZY3gmn3