কিউব মেলানো সত্যিই কঠিন কাজ। আমি তো পারি না। আর খুব বেশি চেষ্টাও কখনো করিনি। তবে হ্যাঁ অনেকেই খুব সহজে মেলাতে পারে দেখেছি। তবে এর কোনো সূত্র আছে এটা আজ তোমার পোস্ট পড়ে জানলাম। তোমার মামা বাড়ির বিবরণ এতো সুন্দর করে দিয়েছ যে, মনে হলো চোখের সামনেই দেখতে পেলাম।
এবার আসি তোমার আঁকা ছবির কথায়।এককথায় অসাধারণ। এমন একটি দৃশ্য ছবির মাধ্যমে দেখতে যতখানি ভালো লাগছে,এর বাস্তবিক দৃশ্যও ততখানি সুন্দর হয়। ছবি আঁকতে না পারলেও এমন ছবি ছোটো বেলায় এক দুবার বোধহয় সকলেই এঁকেছি। তুমি প্রতিটি ধাপ খুব সুন্দর করে লিখেছ। এই ধাপ গুলো পড়েই একদিন এই ছবিটি আঁকার চেষ্টা করবো। তোমার এই প্রতিভা তোমায় আরও অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক আমি সেই প্রার্থনা করি। খুব ভালো থেকো তুমি।