"বেগুন দিয়ে ইলিশ মাছ ভাঁপার রেসিপি (Steamed Hilsa Fish with Eggplant Recipe)"

in Incredible India4 days ago
Black And Yellow Food YouTube Thumbnail_20250919_000548_0000.png
"Edited by Canva"

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটা খুব ভালো কেটেছে।

কিছুক্ষণ আগেই ননদের বাড়ি থেকে ফিরলাম।‌ হঠাৎ করে কেন গিয়েছিলাম সেই গল্প না হয় অন্য পোস্টে শেয়ার করবো। কারণ আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো ঠিক করেছি।

আপনারা যারা আমার পোস্ট নিয়মিত পড়েন, তারা হয়তো জানেন মাছ খেতে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না। তবে ব্যতিক্রম ইলিশ এবং চিংড়ির ক্ষেত্রে। কারণ এই দুটি মাছ ভালো খায় না, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন।

আমি অন্য কোনো মাছ না খেলেও এই দুটি মাছের যে কোনো পদই আমার ভীষণ প্রিয়। রান্নার বিষয়ে আমার খুব ভালোবাসা আছে এ কথা বলবো না। তবে কিছু কিছু রান্না আমি খুব মন দিয়ে করি এবং সেগুলো খেতে খুব একটা মন্দ হয় না, এমনটাই সকলের কাছ থেকে শুনি‌

আজ এরকমই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা শুভর ভীষণ পছন্দের, আর আমিও খেতে বেশ ভালোবাসি।

1672344690977_010726.jpg

"প্রয়োজনীয় উপকরণ"

রেসিপিটি শুরু করার আগে আমি বরাবরের মতো আপনাদেরকে জানিয়ে রাখি আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা উপকরণ গুলির পরিমাণ কম বেশি করতে পারেন।

নংউপকরণপরিমাণ
১.ইলিশ মাছ৪ পিস
২.বেগুন‌ অর্ধেক(৭-৮ পিস)
৩.সাদা‌ সর্ষে‌২ চা চামচ
৪.কালো‌ সর্ষে‌২ চা চামচ
৬.কাঁচা লঙ্কা‌১ চা চামচ
৭.সরর্ষের তেল‌ ২ চা চামচ
৮.হলুদ গুঁড়ো১ চা চামচ
৯.কাশ্মীরি লঙ্কার গুঁড়ো১ চা চামচ
১০.টকদই১½ চা চামচ
১১.পোস্ত২ চা চামচ
১২.গোটা কাঁচা লঙ্কা৩-৪ টি
১৩.লবনস্বাদ অনুসারে

1672344690977_010726.jpg

"তৈরি করার পদ্ধতি"

IMG_20250826_132203.jpg

IMG_20250826_132316.jpg

সবার প্রথমে আপনাদের পছন্দ মতন ইলিশ মাছের পিস নিয়ে নেবেন। মাছের পিস গুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন।

1672344690977_010726.jpg

IMG_20250919_003135.jpg

IMG_20250918_170446.jpg

IMG_20250826_133725.jpg

IMG_20250826_131656.jpg


অন্যদিকে শিলে পরিমাণমতো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা বেটে নেবেন। আপনারা চাইলে এই সম্পূর্ণ পেস্টটা মিক্সিতেও করতে পারেন। তবে ব্যক্তিগতভাবে এই মাছ রান্নার সময় আমি শিল নোড়াতেই মশলা বেটে থাকি। এতে স্বাদের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন হয় বলেই আমি বিশ্বাস করি।

1672344690977_010726.jpg

IMG_20250918_155514.jpg

IMG_20250918_155537.jpg

IMG_20250918_155613.jpg

IMG_20250918_155645.jpg

একটা বাটিতে টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে, তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর বেটে নেওয়া মসলার মধ্যে পরিমাণ মতন হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই সম্পূর্ণ মশলাটা মাছের মধ্যে ঢেলে দিয়ে, খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20250826_131641.jpg

IMG_20250826_131855.jpg

IMG_20250826_132259.jpg

IMG_20250918_155447.jpg

এরপর অর্ধেক বেগুনকে টুকরো করে কেটে নেবেন। আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন না, তারা কিন্তু বেগুনটা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে এই ইলিশ মাছ ভাঁপার সাথে এইভাবে বেগুন দিলে আমরা সেটা খেতে বেশ পছন্দ করি, তাই আমরা এই ভাবেই ব্যবহার করি। এরপর একটা আলাদা কড়াইতে বেগুন গুলোকে লবন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20250918_155708.jpg

IMG_20250918_155733.jpg

এরপর এমন একটা পাত্র নিতে হবে যার মধ্যে মাছ ও বেগুন গুলোকে মশলা দিয়ে মেখে আপনি ভাঁপে বসাতে পারেন। মশলা দিয়ে মেখে রাখা মাছগুলোকে ওই পাত্রের মধ্যে দিয়ে, ওপর থেকে ভেজে রাখা বেগুন গুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20250918_165801.jpg

এরপর ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে, পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে, টিফিন কারির মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে ভাঁপটা কোনো ভাবেই বেরিয়ে না আসে।

1672344690977_010726.jpg

IMG_20250826_133450.jpg

এই পর্যন্ত গুছিয়ে নিতে পারলেই অর্ধেকের বেশি কাজ শেষ। এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে, টিফিনকারিটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়ে, উপর থেকে কড়াইটাকে ঢেকে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশ কিছুক্ষণ ভাঁপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে, সুস্বাদু ইলিশ বেগুন ভাঁপা।

1672344690977_010726.jpg

IMG_20250826_152403.jpg

২০ থেকে ২৫ মিনিট ভাঁপ দেওয়ার পরে, গ্যাসটা বন্ধ করে নিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট টিফিনকারিটাকে ঢাকা অবস্থায় রেখে দিতে হবে। এরপর টিফিনকারিটা খুলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এক টুকরো ইলিশ মাছের সাথে, দু টুকরো বেগুন ভাঁপা। কথা দিচ্ছি সেদিন ভাত খাওয়ার জন্য আর অন্য কোনো পদ আপনার প্রয়োজন হবে না।

1672344690977_010726.jpg

এই রেসিপিটি দেখতে যতখানি লোভনীয় খেতেও ততটাই সুস্বাদু। ইলিশ মাছের যা দাম তাতে আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে প্রতিদিন এ রেসিপি তৈরি করা সম্ভব না হলেও, এক দু বার অবশ্যই করা যায়।

আপনারা কারা এই রকম ইলিশ ভাঁপা খেতে পছন্দ করেন, তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, সেটাও জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন শুভরাত্রি।

Sort:  

1000064492.gif

Curated by : lirvic
 3 days ago 

Thank you for your support @lirvic. 🙏

Loading...