You are viewing a single comment's thread from:

RE: Incredible India Community Updates for May 2025

in Incredible Indialast month
  • প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই মে মাসে কমিউনিটির সকল কার্যাবলী সংক্রান্ত রিপোর্ট এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। প্রতি মাসের শেষে আপনার শেয়ার করা এই একটা রিপোর্ট‌ পড়লেই সারা মাসে আমাদের কমিউনিটির কার্যক্রম সম্পর্কে সকলে অবগত হতে পারে।

  • এই একটি রিপোর্টের মধ্যে কমিউনিটির প্রতিদিনের বা সাপ্তাহিক কিংবা মাসিক সকল কার্যাবলী উল্লেখ থাকে। সেখানে অ্যাডমিন ম্যাম থেকে শুরু করে কমিউনিটির অ্যাকাউন্ট এবং কমিউনিটিতে কর্মরত মডারেটরদের কার্যক্রমের ডিটেইলস আপনি উপস্থাপন করেন। ফলতো এই কমিউনিটি প্রতিদিন কিভাবে একটু একটু করে এগিয়ে চলেছে সে সম্পর্কে জানতে হলে এই রিপোর্টটিই যথেষ্ট।

  • কমিউনিটিতে আয়োজিত কনটেস্ট থেকে শুরু করে, বিজয়ীদেরকে পুরষ্কার দেওয়া। বুমিং রিপোর্ট, কিউরেশান রিপোর্ট, পোস্ট ভেরিফিকেশনের সময়সীমা, মডারেটরদের কার্যক্রম সবটাই আলাদা আলাদা ভাবে আপনি শেয়ার করেছেন, যা সত্যিই অনেক তথ্যমূলক এবং অনুপ্রেরণামূলকও বটে।

  • একটা কমিউনিটিকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে কতখানি পরিশ্রম, নিষ্ঠা এবং সততা প্রয়োজন, তা আপনার সাথে থেকে শিখেছি এবং আগামীতেও এই শিক্ষা অব্যাহত থাকবে এই প্রত্যাশা রাখি। আরও একবার আপনাকে ধন্যবাদ জানাই, আমাদের সকলকে সাথে নিয়ে এইভাবে পথ চলার জন্য। ভালো থাকবেন ম্যাম।

Sort:  
 last month 

Thank you for your support @wirngo. 🙏