You are viewing a single comment's thread from:

RE: How , What, When

in Incredible India4 months ago

Hello,
@buzzguru,

অনেকদিন বাদে আপনার লেখাপড়ার সুযোগ হলো ঠিকই, তবে আপনার পোস্টের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব হলো না। প্রথমত লেখাটা বড্ড বেশি সংক্ষিপ্ত,‌ ফলতো লেখার সম্পূর্ণ মানেও প্রকাশিত হয়নি। এছাড়াও আপনি সঠিক ভাবে হ্যাশট্যাগ ব্যবহার করেননি, এমনকি লেখার মধ্যে কোনো ছবিও নেই। আসলে কিছু নিয়ম মেনে লেখা শেয়ার করলে তবেই তার প্রকৃত মূল্যায়ন করা সম্ভব হয়। আশা করছি আপনিও বিষয়টির সাথে সহমত হবেন।‌ আপনার ছবি আঁকা‌গুলো ভীষণভাবে মিস করি। যদি সম্ভব হয় তাহলে পুনরায় আপনার আঁকা ছবির পাশাপাশি কিছু অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন, যেমনটা পূর্বে করতেন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

Sort:  
 4 months ago 

Thank you 😊