You are viewing a single comment's thread from:
RE: Repost: Pencil Drawing with Short Words
Hello,
@buzzguru,
অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপনার আঁকা একটি পেন্সিল ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য। ছবিটি এতটাই অসাধারণ হয়েছে যে, যেন একেবারেই জীবন্ত মনে হচ্ছে। বিশেষত চোখ দুটো আপনি অসাধারণ এঁকেছেন। আপনার এই আঁকা শিল্পের প্রতি আপনার সততা, একনিষ্ঠতা ও ভালোবাসা প্রকাশ করে। এই ছবিটি আঁকতে যতখানি ধৈর্য্য ও সময় আপনি দিয়েছেন, ততটা না দিতে পারলে বোধহয় ছবিটিকে এতটা প্রাণবন্ত করে তোলা সম্ভব হতো না। খুব ভালো লাগলো আপনার আঁকা দেখে। আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। খুব ভালো থাকুন।
Thank you so much 😊