You are viewing a single comment's thread from:

RE: "সুস্থ হওয়ার জন্য ডাক্তার রেখে এখন কবিরাজের পেছনে ছোটাছুটি"

in Incredible Indialast month
  • অনেকেই আছেন যাদের কবিরাজি চিকিৎসার ওপরে বিশ্বাস রয়েছে, বিশেষ করে যারা পুরোনো দিনের মানুষের। তবে সত্যি কথা বলতে পুরনো দিনে কবিরাজি চিকিৎসায় সুফল মিলতো একথা আমিও বিশ্বাস করি। তবে বর্তমানে সেই রকম কবিরাজ খুঁজে পাওয়া আসলেই কঠিন। আর যে জিনের কথা আপনি লিখেছেন, সে সব ভন্ডামি ছাড়া আর কিছুই নয় বলে আমি বিশ্বাস করি। পুরনো দিনের কবিরাজদের টাকার কোনো চাহিদা ছিল না। খুশি হয়ে যেটা দিত সেটাই তারা নিতেন। তবে আজকাল সম্পূর্ণটাই তার উল্টো।

  • সকলেই বর্তমানে ব্যবসা করতে ব্যস্ত তাই আদেও কবিরাজি জানা থাকুক বা না থাকুক অর্থ উপার্জনের জন্য অনেকেই নিজেকে কবিরাজ বলেন। তাই আপনার বাবার মতন আমারও বর্তমান যুগে কবিরাজি চিকিৎসায় খুব বেশি বিশ্বাস নেই। তবে বলা যায় না হয়তো ভালো কবিরাজের সন্ধান আপনারা পেতে পারেন যেখানে গেলে আপনার ব্যথা কিছুটা হলেও কমবে।

  • আসলে অনেক দিন যাবৎ ই আপনার এই শারীরিক অসুস্থতার কথা পড়ি। এমনকি ভয়েসে কথা বলাকালীনও শুনেছি। আশা করছি দ্রুতই আপনার এই ব্যথা নির্মূল হবে, সেটা কবিরাজি চিকিৎসায় হোক বা ডাক্তারি চিকিৎসায়।‌ আপনার দ্রুত সুস্থতা কামনা করি। ভালো থাকবেন।