RE: বেসরকারি চাকরির ভাইবা দেওয়ার তিক্ত অভিজ্ঞতা। (The bitter experience of giving away private job offers.)..
প্রথমেই আপনার জন্য শুভকামনা রইলো, আশা করি এখানে আপনি সিলেক্ট হয়ে যাবেন। কারণ যেমনটা আপনি লিখেছেন আপনার পরীক্ষা ভালো হয়েছে।
জীবনের প্রথম যে কোনো জিনিসের অভিজ্ঞতা পরবর্তী জীবনের পথ চলাকে আরও বেশি সহজ করে দেয়। হয়তো যেমনটা ভেবে আজ আপনি ভাইবা দিতে এসেছিলেন, তার বিপরীত ঘটনা ঘটেছে। তবে কি জানেন তো জীবনের এই ছোট ছোট ঘটনা গুলোই আমাদেরকে জীবনের বাস্তবতা শেখায়।
এর পরবর্তীতে যখন আপনি ভাইভা দিতে যাবেন তখন আপনি আপনার এই অভিজ্ঞতা থেকে যা শিখেছেন, সেটা দিয়ে আরও কিছুটা এগিয়ে যেতে পারবেন। জীবনে চলতে গেলে এইরকম পরিস্থিতির সম্মুখীন বোধহয় আমাদের সকলকে হতে হয়। তবে ধৈর্য্য ধরাটা আমাদের সকলের শেখা উচিত, সেটা কর্মক্ষেত্রের জন্য হোক বা ব্যক্তি জীবনের জন্য।
তবে যেমনটা আপনি লিখেছেন যেটা আপনার পাওনা থাকবে ঠিক সময় মত সেটাই আপনি পাবেন। তাই ধৈর্য্য ধরে অপেক্ষা করুন আশা করছি সুদিন খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
🙏🙏🙏 প্রথমেই দিদি আপনাকে জানাই অনেক ধন্যবাদ। আমার পোষ্টটা পরে সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।