RE: Madhu Malati flower photography
Hello,
@alif123,
প্রথমেই আপনাকে এই সুন্দর প্লাটফর্মে অনেক স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপনি আপনার লেখা আমাদের এই কমিউনিটিতে শেয়ার করেছেন তার জন্য। তবে এই প্লাটফর্মে কাজ শুরু করার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে।
প্রথমত আপনাকে আপনার পরিচয় মূলক পোস্ট নিউ কামার্স কমিউনিটিতে শেয়ার করতে হবে। তারপর নিয়মিতভাবে এই প্ল্যাটফর্মের সকল নিয়ম মেনে আপনাকে পোস্ট শেয়ার করতে হবে। পোস্ট শেয়ার করার পাশাপাশি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা আবশ্যক। আমি আশা করবো আপনাকে যিনি এই প্লাটফর্মের সাথে পরিচয় করিয়েছেন তিনি আপনাকে এই বিষয়ে অবশ্যই জানাবেন।
অন্যথায় আপনি নিউকমার্স কমিউনিটি থেকে ভেরিফাই হলে আমাদের সাথে ডিসকর্ডে যোগাযোগ করতে পারেন। আমরাও আপনাকে সাহায্য করবো। পরবর্তীতে আপনার লেখা আমাদের কমিউনিটিতে দেখতে পাবো এই আশা রাখছি। ভালো থাকবেন। আপনার আগামী পথ চলা অনেক সুন্দর হোক এই কামনা রইলো। ধন্যবাদ।