You are viewing a single comment's thread from:

RE: পূজা পরিক্রমা - অন্তিম পর্ব!

in Incredible India9 days ago (edited)
  • এই পোস্টটি ব্যক্তিগতভাবে আমার জন্য বহু প্রতিক্ষিত একটি পোস্ট। কারণ যেদিন থেকে আপনি আপনার কলকাতায় পুজো প্যান্ডেল পরিক্রমার পোস্ট করা শুরু করেছিলেন, সেদিন থেকে এই পোস্টটি করার অপেক্ষা করেছি। কারণ এখানে আমার সবথেকে পছন্দের প্যান্ডেলের রিভিউ আপনি শেয়ার করেছেন।

  • অপারেশন সিঁদুর প্রতিটি বাঙালির কাছে একটি স্মরণীয় ঘটনা, কারণটা অবশ্য প্রত্যেকের কাছে জানা এবং এমন একটা বিষয়কে প্যান্ডেলের মাধ্যমে জনসাধারণের সামনে উপস্থাপন করার প্রয়াস অবশ্যই প্রশংসনীয়।

  • যতজন এই প্যান্ডেলটির সামনে থেকে চাক্ষুষ করেছেন, সবাই এটির প্রশংসা করেছেন। কারণ একদিকে প্যান্ডেলের লাইটিং এবং অন্যদিকে পেহেলগামের ঘটনাটার সম্পূর্ণ অডিও ভিজুয়ালের মাধ্যমে উপস্থাপন করে প্রতিটি বাঙালির মনে এক অনন্য অনুভূতি জাগিয়ে তুলেছে।

  • আপনিও এই প্যান্ডেলটি সামনে থেকে দর্শন করেছিলেন। তাই সামনে থেকে এই ঘটনা গুলোকে উপলব্ধি করেছিলেন। একদিকে যেমন পেহেলেগামের ঘটনার সময় মনে তীব্র ঘৃণা মনে জাগিয়েছিলো, ঠিক তেমনি অপারেশন সিঁদুর এর চিত্রগুলো একইভাবে মনে গর্বের অনুভূতিও জাগিয়েছিল।

  • চালতা বাগানের পুজোর থিম এর বিষয়টি জেনেও সত্যিই ভালো লাগলো। পুরনো ক্যালকাটা থেকে কলকাতা হয়ে ওঠার গল্প ছিল এই পুজোর থিম, যেটা চাক্ষুষ করে আশা করি আপনারও ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পূজা পরিক্রমা শেষ পর্বে, আরো কিছু বিখ্যাত পুজো দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন