You are viewing a single comment's thread from:

RE: Weekly Booming Curation report(Season-3)-Incredible India Community.

in Incredible Indialast year (edited)

প্রত্যেক সপ্তাহের মতন এর সপ্তাহ আপনি বুমিং রিপোর্ট পাবলিশ করেছেন, যেটা অনেক সুন্দর ছিল। এবং প্রত্যেক সপ্তাহে এ সপ্তাহে সবাই অনেক সুন্দর সাপোর্ট পেয়েছে, তার চেয়েও বেশি খুশি হয়েছে আমি কারণ এ সপ্তাহে রিপোর্টে আমার নাম দেখতে পেয়ে। অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তীতেও যাতে এই রিপোর্টে আমার নাম থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে পাবলিশ করেছেন তার জন্য।

Sort:  
 last year (edited)

এটা বুকিং নয়, সাপ্তাহিক বুমিং কিউরেশন রিপোর্ট। পোস্ট লেখার ক্ষেত্রে যেমন বলা হয় একবার পড়ে নেওয়ার জন্য, তেমনি কমেন্ট করার পরেও একবার চেক করে নেবেন সঠিক ভাবে লেখা হলো কি না। কারন যে বিষয়ে আপনি কমেন্ট করছেন, বানান ভুলের কারণে সেটার মানেই পরিবর্তন হয়ে গেছে। পরবর্তীতে খেয়াল রাখবেন ভাই। ভালো থাকবেন।

 last year 

ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছে। ধন্যবাদ।