জীবনে চলার পথে কিছু ছবি এবং তাদের গল্প।
সেদিন হঠাৎই বিকেলবেলা আমরা চন্দ্রিমা উদ্যানে বেড়াতে যাবো বলে বাসা থেকে বের হয়েছিলাম ।আমাদের সাথে আমাদের বিড়াল ক্যারামেলকেও নিয়ে গিয়েছিলাম। কিন্তু চন্দ্রিমা উদ্যানে আমরা ঢুকতে পারি নাই ক্যারামেলের কান্নার জন্য ।
ও বাসার ভেতরে যতক্ষন থাকতো , ঘুমের সময়টা বাদ দিয়ে পুরো সময়টা জুড়েই যুদ্ধ করতো বাইরে বের হওয়ার জন্য ।ওর মৃত্যুর কারণও ছিলো এই বাইরে বের হওয়ার প্রবনতা ।
কিন্তু বাইরে যাওয়ার জন্য যতই সংগ্রাম করুক না কেন বাইরে নিয়ে গেলে আবার উল্টোটা হতো ।তখন বাসায় আসার জন্য চিৎকার করতো ।বাসায় এনে ছেড়ে দিলেই কান্নাকাটি বন্ধ হয়ে যেত।
যাই হোক , সেদিন ওর এই কান্নাকাটির যন্ত্রণায় বেশি সময় থাকা সম্ভব হয় নাই আর চন্দ্রিমা উদ্যানের উল্টোপাশ থেকেই ফেরত এসেছিলাম।কিন্তু যতক্ষন ছিলাম মুগ্ধ হয়ে গিয়েছিলাম ।কারণ ওইদিনের আকাশটা ছিলো খুবই সুন্দর ।সন্ধ্যার দিকে বাসায় চলে এসেছিলাম।
একটা জিনিস আমার কাছে সবসময়ই খারাপ লাগে এটা দেখে যে , মানুষের চোখ যে সৌন্দর্য দেখতে পায় সেটা ক্যামেরার চোখে ধরা পরে না বেশিরভাগ সময়ই।এই ছবিটার বেলায়ও একই ঘটনা ঘটেছে ।
এখানে সারি ধরে অনেক গাছ ছিলো আর সেগুলো ফুলে ফুলে ভরা ছিলো ।সেই সাথে ছিলো অসংখ্য মৌমাছি ও প্রজাপতি ।আমি গাছের কাছে যেতেও ভয় পাচ্ছিলাম এত মৌমাছি দেখে।
তবে শেষবার যখন এই গাছগুলোর কাছে গিয়েছিলাম তখন দুইচারটা প্রজাপতি দেখলেও মৌমাছি চোখে পরে নাই ।আধুনিক নগর সভ্যতা ধংস করে দিচ্ছে
এই ছবিটার দিকে একটু ভালো করে খেয়াল করলেই এর মাঝে একটা পাখির বাসা দেখতে পাওয়া যাবে ।এটা আমার ভাইয়ের ছয়তলার ওপরের ফ্ল্যাটের বাগানে লাগানো লাইট।পাখির বাসা আবিষ্কার করার পরে ভাই -ভাবি এখন এটাকে বলা যায় ওদেরকেই দিয়ে দিয়েছে ।কিছু দিন পর পরই এখানে ডিম পাড়ে এবং বাচ্চা ফুটায়।
আমরা মাঝে মাঝেই বলি যে প্রকৃতিকে বাচাতে হবে।প্রকৃতিকে আসলে আমাদের ঘটা করে বাচানোর কোন প্রয়োজনীয়তা নেই , শুধু ধ্বংস না করলেই হলো।প্রকৃতি নিজেই নিজেকে বাচাতে সক্ষম । সে হয়তো কিছুদিন আমাদের বাড়াবাড়ি করার সুযোগ দেয় ।
তারপরও যদি আমারা নিজেদের নিয়ন্ত্রণে না আনি তাহলে সে আমাদেরকেই ধ্বংস করে দেয় । তাই আমাদের নিজেদের ধ্বংসের হাত থেকে বাচাতে সচেষ্ট হতে হবে ।আর এর জন্য এখনো সময় আছে , আর কিছুদিন গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে ।
এই ফুলগুলোকে আমি আড়িয়াল বিলে দেখতে পেয়েছিলাম তাও শুধু একবার।হয়তো আরো ফুটে কিন্তু আমার চোখে আর পরে নাই ।এগুলো কি মরে যাওয়া ফুল নাকি এমনিই হয় দেখতে সে সম্পর্কেও আমার কোন ধারণা নেই ।
তবে আমার এই ফুল দেখে মনে হয়েছিল যে এই ফুল দেখতে আসলে এমনই হয় ।এখানে হয়তো অতটা ভালো দেখাচ্ছে না কিন্তু বাস্তবে দেখতে আসলেই সুন্দর এবং সাইজেও বেশ বড় ।বিলুপ্তপ্রায় ফুল এতে কোন সন্দেহ নেই ।আপনাদের কারো এই ফুল এর নাম জানা থাকলে অবশ্যই জানাবেন।