You are viewing a single comment's thread from:

RE: SEC17/W5|Do you believe in reincarnation?

in Incredible Indialast year

আপনার প্রতি শুভেচ্ছা রইলো।
আপনার মতে পুনর্জন্মের বিষয়ে প্রশ্ন ধর্মবিশ্বাস অনুযায়ী করা যেতে পারে। আপনি যেহেতু একজন মুসলিম এই বিষয়টা বিশ্বাস করেন না আর এটা কোনো মুসলিমই বিশ্বাস করতে পারে না। আমরা বিশ্বাস করি পৃথিবীতে আমাদের সময় শেষ হলে আমাদেরকে আল্লাহর মুখোমুখি বিচারের জন্য দাঁড়াতে হবে এবং সেখানে আল্লাহ আমাদের স্থান নির্ধারণ করবেন। সেটা হবে অনন্ত জীবন। পৃথিবীতে ফেরত আসার কোনো সুযোগ নেই।
আপনি পুনর্জমে বিশ্বাস করেন না। তবে যদি করতেন তাহলে অনেক কিছু পরিবতন করতেন ,নিজের ভুলগুলি সংশোধন করতেন।

শেষ প্রশ্নের উত্তরে আপনি লিখেছেন,এই বিষয়ে কথা বলা বা চিতা করা আমাদের মুলিমদের জন্য হারাম। তবে যদি ফেরত আসার কোনো সুযোগ থাকতো তাহলে আপনি এখন যেমন আছেন এমন ভাবেই ফেরত আসতেন
আপনি এই প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

Sort:  
 last year 

Thank you very much for observing my post and giving such a valuable comment.