You are viewing a single comment's thread from:

RE: Ship of the desert! মরুভূমির জাহাজ!

in Incredible Indialast month

উটের সাথে আমার পরিচয় সেই ছোটবেলা থেকেই। ওদের অদ্ভুত দেহগঠন আমার সবসময়ই নজর কেড়েছে। সত্যজিত রায়ের ফেলুদার জন্য আগে অপেক্ষা করতাম। শুধু ফেলুদাই না ,তার প্রফেসর শঙ্কু ,,এমন আরো কোনো সিরিজ ছিল কিনা এই মুহূর্তে অবশ্য মনে পড়ছে না। সত্যজিত রায়ের পুরো সমগ্রই আমার কাছে রয়েছে।
সোনার কেল্লা দেখেছিলাম অনেক আগে। ভুলেই গিয়েছিলাম। আপনার লেখা পড়ে মনে পরলো।
শুদু উট কেন ,কোনো জীব হত্যাই আমার কাছে ভালো লাগে না।
এটা হয়তো আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। তাকেও দেখতাম মাছ খুব কম খেত আর মাংস খেতই না। আমার অবস্থা আরো খারাপ বলা যায়। নিজের অবস্থা দেখে মনে হয়তো আস্তে আস্তে পুরোপুরিই একসময় নিরামিষভোজী হয়ে যাবো।
আমার কাছেও মনে হয় সব জীবের বাঁচার অধিকার রয়েছে। আর এটা হয়তো প্রকৃতিও চায়। আমাদের পশু হত্যার সাথে জলবায়ু পরিবর্তনও খানিকটা জড়িয়ে রয়েছে।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। ভালো থাকবেন সবসময়।