You are viewing a single comment's thread from:

RE: ভয়াবহ দুর্ঘটনা! Terrible plane crash in Ahmedabad-Gujarat (India)!

in Incredible India4 months ago

এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনাটা আমাকে বেশ খানিকটা নাড়িয়ে দিয়ে গেছে। কারণ ওই দিনই আমার ভাই এয়ার ইন্ডিয়ার একটা প্লেনে করেই শ্রীলংকা থেকে দেশে ফিরে। আমি ওকে আনতে এয়ারপোর্টে গিয়েছিলাম সেদিন। বাসায় ফিরে টিভি ও করার সাথে সাথে এই দুর্ঘটনার নিউজটা আমার চোখে পরে।
আমি এতো বড়ো দুঘটনার সংবাদ পেয়ে খানিকটা সম্ভিত হয়ে যায় সেই সাথে এটাও মনে হয় যে এই ধরণের একসিডেন্টতো আমার ভাইয়ের সাথেও হতে পারতো।
যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং সেই সাথে শোকার্ত পরিবারগুলোর প্রতিওসমবেদনা রইলো।
আসলেই মানুষের মৃত্যু যে কখন কিভাবে আসবে সেটা কেউ জানে না। আমরা যতই উন্নত হয় না কেন এখনো সৃষ্টিকর্তার ইচ্ছের কাছে অনেক বেশি অসহায় ,
ভালো থাকবেন সবসময়।