You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 16 Jun 2025 ||

in Incredible Indialast month

আপনার জ্যাঠা শশুর রাতে মার গিয়েছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে নিক।
কোন আত্মীয় মারা গেলে সেই বাড়িতে তিনদিন রান্না করা হয় না এবং সেই বাড়িতে খাবার দেয়াটা আমাদের সামাজিক প্রথা যা আপনিও করেছেন ।
আবার সেখান থেকে মায়ের বাড়িতে গিয়ে তার সেবা ও রান্না করেছেন ।বুঝতে পারছি আপনার উপর দিয়ে ঝড় চলছে ।
নিজের প্রতি খেয়াল রাখবেন।দোয়া করি সবসময় সুস্থ ও ভালো থাকুন।

Sort:  
 last month 

এটা আপনি একেবারেই ঠিক বলেছেন আমি ছোটবেলা থেকেই এটা দেখে আসতেছি যে যাদের বাড়িতে মারা যায় তারা তিন দিন নয় বরঞ্চ চার দিন তাদের বাড়িতে কোনরকম আগুন ধরানো হয় না পরবর্তীতে যা করা হয়ে থাকে এটা আমাদের একটা প্রথা বা নিয়ম হিসেবেই আমরা পালন করে থাকি আর সেই নিয়মটাই পালন করতে গিয়ে আসলে অনেকটা সময় আমাকে ব্যয় করতে হয়েছিল তবে আমি বলব এই সময়টা আমার সার্থক হয়েছে। বাবা মায়ের জন্য কিছু করতে পারাটা হচ্ছে আমাদের সৌভাগ্য আমরা তাদের জন্য কিছু করতে পারছি এটাই আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

TEAM 07
Congratulations!!!
Your post has been supported. We support quality posts good comments anywhere and any tags.
Curated By : @wirngo

 last month 

@wirngo,
Thank you so much for your encouraging support, ma'am.