You are viewing a single comment's thread from:

RE: ফরাসি ঔপন্যাসিক রচিত কাল্পনিক গল্প বিউটি অ্যান্ড দ্য বিস্ট! Beauty and the beast- still attraction!

in Incredible India15 days ago

আমার ছোট বেলায় ফেইরী টেল নাম একটা ধারাবাহিক দেখানো হতো সপ্তাহে একবার। ঘুরিয়ে ফিরিয়ে প্রায়ই একই গল্প দেখানো হতো। তখন চাতকের মতোই অপেক্ষায় থাকতাম সপ্তাহের ওই নির্দিষ্ট দিন কবে আসবে আর আমি দেখবো। যতটা মনে পরে বোধকরি সেখানেই প্রথমবার পরিচত হয়েছিলাম এই গল্পের সাথে। অবশ্য বইয়েও পড়েছি এসব গল্প। কিন্তু চোখে দেখাটাই সবচাইতে দাগ কেটেছিল মনের মাঝে।

বেশ কিছু বছর আগে বিউটি &দ্য বিস্ট নিয়ে যে ছায়াছবি বানানো হয়েছে সেটা জানি কিন্তু সেই সময় দেখি দেখি করেও দেখা হয় নাই। তবে আজকে আপনার লেখা পরে নতুন করে আবার আগ্রহ তৈরী হলো ছেলেবেলার সেই রূপকথার প্রতি।
নতুন করে আবারো এই আগ্রহ তৈরী করে দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।

Sort:  

CURATOR 8
Congratulations!

The TEAM FORESIGHT has supported your comment. We support quality posts, good comments anywhere, and any tags

1000061832.png

Curated by : @sduttaskitchen

 13 days ago 

@sduttaskitchen

Thank you so much for your encouraging support,ma'am.