You are viewing a single comment's thread from:
RE: সংসার সন্তান আর স্বপ্নের পরীক্ষা
দায়িত্ব অনেক সময়ই বিশেষ করে আমাদের দেশের বিবাহিত মেয়েদের স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। আমার কাছে খুব খারাপ লাগে এটা দেখে যে ,এখনো আমাদের দেশের বেশিরভাগ মেয়ে পড়াশোনা শেষ করতে পারেনা ,বাবা -মা বিয়ে দেয়ার জন্য উঠে পরে লাগে।
অথচ বিয়েটাই জীবনের সবকিছু না। আর এমনও না যে কিছুদিন পরে বিয়ে হলে সব কিছু উলোট-পালট হয়ে যাবে। যদিও জানি আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন। কিন্তু এটা আমার ব্যাক্তিগত মতামত।
আপনার মেয়ের কথা পড়ে বেচারির জন্য খারাপ লাগলো। তারপর বলবো আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যানা। শুভকামনা রইলো আপনার জন্য।
SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.
@memamun
Thank you so much for your encouraging support, sir .