আমাদের বাড়ির পাশে একটা পরিত্যাক্ত বাড়ি ছিল। সেখানে আমিও আপনার মতো প্রজাপতি ধরার জন্য চেষ্টা করতাম। যদিও কখনো ধরতে পেরেছি বলে মনে পরে না। আপনার লেখা পরে সেই ছোটবেলার স্মৃতি মনে পরে গেলো। সৃষ্টিকর্তা প্রতিটা জীবই কোনো না কোনো প্রয়োজনে বানিয়েছেন।
লজ্জাবতী ফুল আমার কাছে সবসময় ভালো লাগে। আর রজনীগন্ধার কথা কি বলবো। সে তার সুগন্ধ দিয়ে সবাইকে জয় করে রেখেছে। আপনার ফোটোগ্রাফিগুলো আসলেই খুব চমৎকার।