You are viewing a single comment's thread from:
RE: আমার চারটে দেয়াল!My four walls!
সত্যি বলতে এত বিচিত্র ধরনের মানুষের মুখোমুখি হয়েছি যে মানুষের উপর থেকে বিশ্বাস আমিও হারিয়ে ফেলেছি।এর পেছনে আরও একটা কারণ বোধকরি আমার মা।সে বলতো কখনো কারো উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করবি না।
কিন্তু আমি একসময় তার কথা না শুনে বার বার মানুষকে বিশ্বাস করেছি আর ধোকা খেয়েছি ।এখন আর কাউকে বিশ্বাস করতে সাহস পাই না।
অপর দিকে আমার বাবা ছিলো মায়ের বিপরীত ।তিনি বলতেন মানুষকে বিশ্বাস করতে ।যদিও সে তার এই বিশ্বাস এর বিনিময়ে বার বার ক্ষতিগ্রস্তই হয়েছে ।তারপরও কেন জানি বিশ্বাস করতে বলতো সবাইকে ।তাই আমিও ইদানিং চেষ্টা করি বিশ্বাস ও অবিশ্বাসের মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করার জন্য ।
Your comment has been supported by SC-05. We support quality posts, Original quality comments anywhere, and any tags
@sduttaskitchen,
thank you so much ma'am.