You are viewing a single comment's thread from:

RE: Journal of 9th August (শনিবারের বারবেলা!)

in Incredible India4 days ago

শনিবারের বারবেলা শব্দটার প্রতি আমার চোখ আটকে গিয়েছিল এটা ভেবে যে ,এই শব্দতো কখনো শুনেছি বলে মনে হয় না ।এই মানে কি এটাও মাথায় এসেছিলো।
মূলত এই শব্দের প্রতি আগ্রহী হয়েই আপনার পোস্ট পড়তে শুরু করেছিলাম ।সামান্য পড়ার পরে এর যে মানে পেলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
নিজেকে ব্যাস্ত রাখতে পারলে অনেক তিক্ত স্মৃতি কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকা যে যায় এর সাথে আমি একমত।
আপানার রান্না করা খাবার দেখেই মনে হচ্ছে যে খুব সুস্বাদু হয়েছে , বিশেষ করে টমেটোর চাটনিটা দেখতে খুবই লোভনীয় লাগছে।
বিশেষ দিনগুলোতে কাছের মানুষকে কিছু দিতে পারলে যেমন ভালো লাগে আমার নিজে কিছু পেলেও ভালো লাগে সেটা যতই ছোট হোক না কেন।
ভালো থাকবেন প্রতিটি মুহুর্ত এই প্রার্থনা করি সৃস্টিকর্তার কাছে ।