Incredible India monthly contest of May by @tanay123 | Photography Contest -2

in Incredible India2 months ago
1000058809.jpg

আজকে কমিউনিটিতে মডারেটর tanay123 কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হাজির হয়েছি 👇

প্রতিযোগিতায় অংশগ্রহণ এর মাধ্যম

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমি আমন্ত্রণ জানাতে চাইবো
@wirngo @piya3 এবং @mou.sumi দের।
এবার নিজের কিছু ছবির সাথে নিজের অভিমত পোষণের প্রয়াস করছি।



Birds are a wonderful creation of nature. Do you want to spread your wings and fly like a bird? Share your opinion.

1000058808.gif

পূর্বের আমার অনেক লেখায় উল্লেখিত মানুষ সময়ের সাথে যা কিছু আবিষ্কার করেছে তার অধিকতর জিনিসের ধারণা তারা প্রকৃতির কাছ
থেকেই পেয়েছে।

এরমধ্যে এরোপ্লেন এর ধারণা রাইটার ব্রাদার্স পাখিদের কাছ থেকেই পেয়েছিলেন।
এটা আমাদের একটা ধারণা দেয়, অসম্ভব বলে কিছুই নেই, যদি নিজের স্বপ্নের পরিধি সুদীর্ঘ হয়।

আমার জীবনযাত্রায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "একলা চলো" গানটি একেবারে সঠিক ভাবে প্রয়োগ করা যায়।
কাজেই, জীবনের বেশিরভাগ সময়ই আমাকে একা লড়াই করে টিকে থাকতে হয়েছে এবং এখনও হচ্ছে তাই আমি খাঁচায় বন্দী পোষ্য পাখি নই!

আমি সেই বিহঙ্গ যার চোখে অনেক স্বপ্ন এবং সেটি পূরণের জন্য প্রাকৃতিক সমস্ত ঝড় ঝাপটা সহ্য করেও আকাশে উড়ে বেড়াচ্ছে আজও।

সেখানে একদিকে রয়েছে নিজের অভিজ্ঞতা আর সাথে রয়েছে প্রকৃতি থেকে উপার্জিত শিক্ষা।

স্বপ্ন বিহীন জীবন, আর ডানা কাটা কিংবা খাঁচায় বন্দী পাখি আমার কাছে একইরকম।
সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন সাথে দিয়েছেন বুদ্ধি, সাহস, ক্ষমতা, চিন্তাশক্তি ইত্যাদি অনেক কিছুই!

তবে, আমরা তাদের কিভাবে প্রয়োগ করবো সেটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের স্বপ্নের পরিধি কতখানি তার উপরে।

সাথে সেই চিন্তাধারায় যেনো উন্নতি, ক্ষমতায় সৃজনশীলতা, চিন্তায় গঠনমূলক চিন্তাধারা থাকে সেটাও দেখতে হবে।
বুদ্ধি এবং সাহসের প্রয়োগ করতে হবে প্রতিকূলতাকে প্রতিরোধ করতে, সঠিক পথ প্রদর্শন করতে।

আর পূর্বেই উল্লেখিত আমি মুক্ত বিহঙ্গ সঙ্গে আমার পারিবারিক শিক্ষা তথা আমার চিন্তাধারা সবটাই সেই পাখির মত যে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে খোলা আকাশে স্বাধীনভাবে উড়তে পছন্দ করে।



Do you find joy in photography? Share your own bird photography. Do you think bird photography requires patience?

1000058807.jpg

সত্যি বলতে প্রকৃতির থেকে অনেক শিক্ষা তথা বার্তা শিখতে ছবি তুলে থাকলেও সেই অর্থে আমি নিজেকে ফটোগ্রাফারের আওতাভুক্ত করি না!

তবে হ্যাঁ, যে ছবিগুলো কিছু বার্তা বহন করে, সেটি যেকোনো কিছুর হতে পারে আমাকে আকৃষ্ট করে এবং নিজের সামান্য দক্ষতা দিয়ে সেগুলো ফোনের ক্যামেরা বন্দী করবার প্রয়াস করে থাকি।

IMG_20250527_204714.jpg

শুধু পাখির ছবি বলে নয়, যেকোনো কাজেই ধৈর্য্যের প্রয়োজন , একাগ্রতার প্রয়োজন বলে আমি মনে করি।
ধৈর্য ছাড়া বোধহয় কোনো স্বপ্নকেই বাস্তবায়িত করা সম্ভব নয়, কারণ সফলতার প্রথম শর্তই হলো ধৈর্য্য!

এটা অবশ্যই আমার ব্যাক্তিগত অভিমত, অনেকেই রাতারাতি সফলতায় বিশ্বাসী হতেই পারেন!

আমার পূর্বের লেখা যারা পড়েছেন তারা হয়তো জানেন আমার জানালার পশ্চিম পাশে একটি আমগাছ ছিল, আর সেই সময় বেশ কিছু পাখির ছবি তোলার সুযোগ পেয়েছিলাম, আজকে এই প্রতিযোগিতায় সেই ছবির সাথে আমার সুন্দরবন ঘুরতে যাবার সময় পাখিদের একটি ভিডিও আপনাদের সাথে ভাগ করে নিলাম।

মুক্ত বিহঙ্গ আমার অনেক বেশি পছন্দ খাঁচায় বন্দী বিহঙ্গের চাইতে, আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন কোনটি বেশি দৃষ্টিনন্দন।

এছাড়াও আমার ফ্ল্যাটের ছাদে এসে একলা চলার বার্তা দেওয়া একটি শুভ্র পায়রার ছবিও রইলো আপনাদের মাঝে।

আজকে এই ছিল আমার অভিমত প্রতিযোগিতা সম্পর্কিত, আজকের মত বিদায় নিলাম।
ভালো থাকুন, সঙ্গে থাকুন।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...