Online shopping!(অনলাইনে কিছু কেনাকাটা)!
![]() |
---|
বাইরের আবহাওয়া একটা কারণ, দ্বিতীয়ত ব্যাক্তিগত সমস্যার কারণে বাজারে যাওয়া প্রায় হয়ে উঠছে না কিছুতেই!
প্রতিদিন যে সময়টা আমি বাজারে যাবো বলে ঠিক করি, দেখি বাইরে আকাশের মুখ ভার!
এদিকে একলা! এক্ হাতে ছাতা আর অন্য হাতে বাজার বয়ে নিয়ে আসা প্রায় অসম্ভব!
কারণ, সেই কিনতে কিনতে দু'হাত আটকা পড়ে যায়!
দিন দিন মানসিক ভাবে বড্ডো বেসামাল হয়ে পড়ছি, ভালো ভাবাটা, মানুষকে বিশ্বাস করার মতো চরম ভুল হয়তো এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই!
যাক, ওসব ব্যাক্তিগত পরিসরে আবদ্ধ থাকুক।
অনলাইনে সবজির সন্ধান করতে গিয়ে দেখলাম, ফ্রোজেন মেশানো সবজি, খুব সত্যি বলতে আজ পর্যন্ত আমি কখনোই ফ্রোজেন সবজি কিনি নি!
500g👉 | ![]() |
---|---|
Rs.78👉 | 5.98 steem |
এই প্রথম কিনলাম, কারণ ওই মানুষকে বিশ্বাস না করলে যেমন তার প্রকৃত সত্ত্বা বোঝা দায়!
ঠিক তেমনি একবার কিনে রান্না করে আপনাদের সাথে অভিজ্ঞতা লেখায় ভাগ করে নেবো, কোয়ালিটি তথা স্বাদের তারতম্য।
![]() | 👈পনির (cottage cheese) |
---|---|
Rs.82👉 | 6.28steem |
এরপর, এই ২০০ গ্রাম পনির কিনলাম। অনেকদিন পনির রান্না করা হয় না, তাই একলার জন্য অল্প অর্ডার করলাম।
নিরামিষ খিচুড়িতে মুসুরির ডাল ব্যবহার করা যায় না, এছাড়াও অত্যধিক মুসিরির ডাল ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে, তাই নিরামিষ খিচুড়ির জন্য মুগডাল আজকাল অধিক ব্যবহৃত হচ্ছে!
মুগডাল (500g)👉 | ![]() |
---|---|
Rs.93 | 👈7.13steem |
আমি যে দোকান থেকে মুদির জিনিষ কিনে থাকি, তাদের ডালের কোয়ালিটি বেশ ভালো, তবে এই কয়েকদিন আগে আমার দিদির সাথে ফোনালাপের সময় জানালো টাটা কোম্পানির ডাল দিদি কিনে থাকে, আর কোয়ালিটি ভালো!
ঘরের মানুষ থেকে রিভিউ পেয়ে গিয়েছিলাম, তাই সেটাও অর্ডার করে দিয়েছিলাম অনলাইন থেকে।
খিচুড়ির সাথে পাপড় ভাজা আমার বেশ পছন্দের তবে ওই মশলা পাপড় নয়, একদম প্লেন পাপড়, কিংবা সাবুর পাপড় ইত্যাদি আমার বেশি পছন্দ।
ও সাবুর কথায় মনে পড়লো, সঙ্গে বড় দানার সাবু এই ২৫০ গ্রামের প্যাকেট অর্ডার করে দিয়েছিলাম।
![]() | 👈250g |
---|---|
Rs.47👉 | 3.60steem |
আজকাল, ভীষণ মুড সুইং হচ্ছে, কখনও ঠিক থাকছি, আবার কখনও ভীষণ রেগে যাচ্ছি, বুঝতে পারছি না, ডিপ্রেশন থেকে হচ্ছে কিনা!
একবার ডাক্তার দেখানো প্রয়োজন, তবে সবটা বললেই গিয়ে যায় না, নিজের জন্য নিজেকে ডাক্তার দেখাতে নিয়ে যাবার উৎসাহ বোধহয় খুব কম মানুষের মধ্যেই কাজ করে।
ফুল ফ্যাট আমুল এর লিকুইড দুধ(500ml)👉 | ![]() |
---|---|
Rs.35 | 👈2.68 steem |
যেখানে সবচাইতে বেশি বিশ্বাস, যাদের কাছ থেকে সবচাইতে বেশি প্রত্যাশা সেখান থেকেই বিপরীতধর্মী আচরণ সবচাইতে নজরে পড়ে!
তবে, এবার আমি আর পিছন ঘুরে চাইবো না ঠিক করেছি, সময়ের হাতে আর উপরওয়ালার হাতে সব ছেড়ে দিয়েছি।
মনে মনে ঠিক করছি, যে সকল জিনিষ কিনেছি, আর কিছু জিনিষ কিনবার প্রয়োজনীয়তা আছে সেগুলো দিয়ে কি কি রান্না করা যায়, যদিও আজকে নয়!
তবে নিজের লেখায় রান্না করলে, সেগুলো নিশ্চই তুলে ধরবো আপনাদের মাঝে।
আচ্ছা, এরকম কি আপনাদের সাথেও হয়? একই দিনে লক্ষ বার মুড সুইং?
মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। মুশকিল হলো, এটা আমি বুঝি আমরা প্রত্যেকেই পৃথক পরিবেশ এবং শিক্ষায় বড় হয়েছি, তাই বলে সাধারণ মানবিকতা, নিয়মানুবর্তিতা, কৃতজ্ঞতা এগুলো কি থাকবে না?
কি জানি বাবা! আমার সব তালগোল পাকিয়ে যায় এসব আচরণ নিয়ে ভাবতে বসলে।
তাই, আজকে এই কেনাকাটার কথায় লেখা সীমাবদ্ধ থাকুক। আরেকদিন নয়তো, এই নিয়ে আলোচনা করা যাবে লেখার মাধ্যমে।


এটা তো আমার প্রায়ই হয়। তবে আমার যেটা মনে হয় কাজের অতিরিক্ত চাপ, রাত জাগা বা শারীরিক সমস্যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আবার ডিপ্রেশনকে ও বাদ দেওয়া যায় না, হতে পারে এটাও অন্যান্য কারণের সাথে যুক্ত।
হুম, ডাক্তার দেখালে মনে হয় একটু ভালোই হতো। নিজেকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার মতো বিরক্তিকর কিছু আর হতেই পারে না। এই কারণেই বিগত সেই করোনার সময় থেকে আমি নিজেও যেতে পারি নি। অবশেষে মাসিমণির পাল্লায় পড়েই বিগত সপ্তাহে গিয়েছিলাম।
আর একটা উপায় আছে দিদি। অনেক দিন হ্যাংআউট হয় নি, একটা হ্যাংআউটের আয়োজন বোধ হয় কিছুটা উপকারে আসতে পারে।