কলের পুতুল! Puppet!
![]() |
---|
আধুনিক যুগে রোবটের আবিষ্কার হয়েছে, তথা নাগরিকত্ব পেয়েছে রোবট! তবে মনে পড়ে শৈশবের কথা? তখন ব্যাটারি পরিচালিত পুতুলের পাশাপাশি চাবি দেওয়া পুতুল পাওয়া যেত!
যতক্ষণ চাবি ঘুরত ততক্ষণ পুতুল নড়াচড়া করতো! চাবি থেমে গেলে পুতুল দাড়িয়ে পড়তো।
ভারী মজার ছিল তাই না? পুতুলের মুখে রাখা প্যাসিফায়ার যাকে বাংলায় বলে চুষনি বের করে নিলে কান্না শুরু হয়ে যেতো ঠিক মানুষের মতো!
অনেকেই ভাবতে পারেন আজকে হঠাৎ পুতুলের কথা নিয়ে লেখার কথা কেনো মনে হলো?
যন্ত্রের ক্ষেত্রে বিষয়টি আকর্ষক মনে হলেও বাস্তবের কলের পুতুলে ভরে গেছে কাজের জায়গায়।
কিছু প্রয়োজনে আর অধিক লোভের বশবর্তী হয়ে কলের পুতুলের মতো অনুসরণে অভ্যস্থ ক্ষমতার অধিকারী মানুষের ক্ষেত্রে।
![]() |
---|
আচ্ছা আপনাদের কাছে যদি জানতে চাই, ব্যক্তিত্বের পরিভাষা কি?
যে কাজে মন সায় দেয় না, যে বিষয়ে আপনার দক্ষতা নেই সেই বিষয় যদি আপনাকে শিখতে এবং অংশগ্রহণ করার জন্য জোর করা হয়, কাজটি কি সেই দক্ষতা, মনোযোগ এবং আগ্রহ নিয়ে করতে পারবেন?
তবে পারুক আর নাই বা পারুক কিছু মানুষকে সন্তুষ্ট করতে কলের পুতুলের মতো অনুসরণে সিদ্ধহস্ত আজকাল বেশিরভাগ মানুষ রূপী রোবট!
নিজের সত্ত্বার যেখানে কোনো মূল্য নেই, রয়েছে অন্যকে খুশি করবার প্রয়াস!
চলতি বাংলায় তেল দেওয়া।
![]() |
---|
সুযোগ মিলবে কলের পুতুলের মতো অনুসরণে আর না চলতে পারলে? সেই মানুষটির নিজস্ব দক্ষতা মূল্যায়িত হয় না!
যত দিন যাচ্ছে মুখোশের আড়ালে থাকা কদর্য রূপগুলো বিষিয়ে তুলেছে মন!
এ কেমন কথা? লতা মঙ্গেশকর গান গাইতে দক্ষ কিন্তু তাকে ক্রিকেট খেলতে বলা হচ্ছে!
আজকে লিখছি বটে, তবে হয়তো শেষ করবো আগামীকাল! আবার আজকেও শেষ করতে পারি!
মানে যদি চাবি ততক্ষণ ঘোরে তবেই!
এক্ এক্ করে ভালো লেখা হারিয়ে যাচ্ছে অন্য অনেক কিছু অনুকরণ করতে গিয়ে!
আমার এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু থেকে হারিয়ে গেছে বহু ভালো বিষয়বস্তু নিয়ে লেখার মানুষ!
অনেকেই চাপিয়ে দেওয়া বিষয়টি পছন্দ করে না, কারণ এখানে আমরা যে বিষয়ে লিখতে সক্ষম সেই বিষয় নির্বাচন করাই শ্রেয়।
আবার ব্যতিক্রমী আছে, প্রিয়জনের তালিকাভুক্ত হতে গিয়ে কলের পুতুলের ন্যায় আচরণ করতে দেখেছি বহু মানুষদের।
ফলস্বরূপ পাঁচ বছরে অবনতি ছাড়া উন্নত হচ্ছে না কিছুই! অনুকরণ আর খানিক ক্ষমতার অপব্যবহার এরজন্য দায়ী বলে আমি মনে করি।
![]() |
---|
নাড়িয়ে মাথা ডানে বায়ে;
জি হুজুরি করে,
চোখ থাকতেও অন্ধরা
পড়ে আছে সব পায়ে!
দিনকে যদি বলা হয় রাত,
তাতেও তাদের আছে সহমত!
ক্ষমতা থাকলে কার সাধ্য?
করবে কথার একচুল দ্বিমত!
শব্দের মূল্যায়ন হারিয়েছে
আধুনিকতায় নেশা;
বইয়ের পাতায় নেইকো গরজ
যন্ত্র তাই আজ পেশা।
আজকে যা পুরোনো ভেবে
দিচ্ছ তুমি ফেলে;
কালকে হলে পুরোনো তুমি
দেখো খুঁজে তোমারও হদিশ যদি মেলে!


Feel free to participate: https://steemit.com/artonsteemit/@marcoteixeira/and-flower-contest-or-week-8