You are viewing a single comment's thread from:

RE: গোকু র ড্রয়িং

in Incredible India9 months ago

@jisnu.ishan সেই কবে থেকে অধির আগ্রহে গালে হাত দিয়ে এক্ জায়গায় চুপ করে বসে ছিলাম!

আজকে আমি নিজের মৌনতা ভঙ্গ করে চলে এসেছি এখানে মন্তব্য করতে, কারণ আমিও ভয়ে ছিলাম যদি একাউন্ট বন্ধ হয়ে যায়!! আমার কি হবে? হাজার হোক বয় ফ্রেন্ডের একটা লেখা পড়তে না পারলে কার ভালো লাগে? সেটা অন্য বিষয় আমি এক্ নম্বর গার্ল ফ্রেড নই, তাতে আমার অসুবিধা নেই, আমি এরকম একটি নামী শিল্পীর দ্বিতীয় গার্ল ফ্রেন্ড হতে রাজি।

আজকে আমার প্রতীক্ষার অবসান ঘটেছে, আর যে যাই বলুক আমি তো তোমার আঁকার ভীষণ ভক্ত।

তাইবলে পড়াশুনার ক্ষত করে বলবো না সবসময় আঁকতেই হবে, অন্যান্য বিষয়, যেমন স্কুলের ভালো মন্দ দিক, কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে, কোনটা নয়!

এরপর নিজের প্রিয় খাবার, নিজের প্রিয় বন্ধু সবকিছু নিয়ে লিখতে পারো, সময় কম লাগবে এবং সপ্তাহে লেখায় এত গ্যাপ হবে না।

এছাড়াও জগদ্ধাত্রী পুজো সবে গেলো, কিভাবে তুমি সেই সময় কাটিয়েছো সেসব নিয়েও লিখতে পারো।

বড় হয়ে কি হবার স্বপ্ন দেখো সেগুলো নিয়ে লিখতে পারো, তোমার সবচাইতে কোন বিষয় অনলাইনে, টেলিভিশনে দেখতে ভালো লাগে!

এরকম বহু বিষয় নিয়ে লিখে, নিজের সম্পর্কে অন্যদের অবগত করতে পারো।

Sort:  
 9 months ago 

নতুন গার্লফ্রেন্ড হিসেবে আপনি যে পরামর্শ দিয়েছেন সেটা আমার ভালো লেগেছে কেননা ছবি অঙ্কন করা তারপর সেগুলো রং করে ডিজাইন করা অনেক সময়েই ব্যাপার।

যাইহোক গার্লফ্রেন্ড হওয়ার এই বিষয়টা পড়ে মনে পড়ে গেল বাংলাদেশ ঘটে যাওয়া একটি ঘটনা। এই তো কিছুদিন আগে দুই নারী একই সাথে উপস্থিত হয়েছে এক ছেলের বাসায় বিয়ের দাবিতে। ছেলেটা নাকি দুজনের সাথে প্রেম করছে। মেয়ে দুইটা নাছোড়বান্দা বিয়ে না করে ছেলের বাসা ত্যাগ করবে না । এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কি দুইজন একই সাথে এই ছেলেকে বিয়ে করবে তারা বলল হা করব সমস্যা নাই। পরের দিন সংবাদে শুনতে পেলাম একই সাথে দুই মেয়েকে বিয়ে করল সেই ছেলেটা। যাইহোক এটা একটা বাংলাদেশের ঘটনা তবে আপনি আমাদের গার্জিয়ান হিসেবে সব সময় যে পরামর্শ দিয়ে থাকেন তা সত্যিই অতুলনীয়।

 9 months ago 

তুমি এদিকে অধীর আগ্রহে বসে আছো, আর আমিও অনেক মিস করছি। কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে সব ম্যানেজ করব। কারণ বাড়িতে সবাই পড়া পড়া করছে।

 9 months ago 

@jisnu.ishan এই বিরহ কি সহ্য হয়? আর আমার যে ছবিটা দিয়েছি সেটা কবে এঁকে দেবে কে জানে?
বাড়িতে সবাই তোমার ভালো চায়, তাই হয়তো পরীক্ষা বলে একটু পড়া পড়া করছে।
তবে, পড়াশুনার ফাঁকে আমি জানি তুমি চাইলেই সবটা ঠিক ম্যানেজ করতে পারবে।