@mdsuhagmia আপনার লেখায় আজকে যে বিষয়টি আপনি নির্বাচন করেছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ!
তাই প্রথমেই সাধুবাদ জানাই। আজকে পরিবেশের এবং আবহাওয়ার পরিস্থিতি আমাদের শৈশবের সাথে তুলনা করলে অনেক বেশি পরিবর্তিত।
একদম খাঁটি কথা বলেছেন, প্রকৃতি মানুষের মত শব্দে প্রতিবাদ করতে পারে না বলে বোধহয়, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে প্রতিবাদ করে সময় সময়!
একজন সভ্য সামাজিক জীবের কি দায়িত্ব সেটা আপনি বৃক্ষ রোপন এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, যেটা আমার নজর কেড়েছে!
বেশিরভাগ মানুষ শুধু নিজের ঘর সুরক্ষিত রাখতে ব্যস্ত, কিন্তু তারা ভুলে যায়, প্রক্রি বেঁচে থাকলে মানব জাতির অস্তিত্ব চিরস্থায়ী হবে, নইলে মুছে যাবে মানুষের চিহ্ন।
উন্নতির হাত ধরে মানুষ এতটাই কৃত্রিম হয়ে গেছে যে, ঘরে নকল ফুল, নকল গাছের আধিক্য বিশেষ করে শহরাঞ্চলে চোখে পড়ে।
মানুষের জীবনের পরিধি ক্রমাগত ছোটো থেকে ক্ষুদ্র হতে শুরু করেছে!
সীমাবদ্ধ ফ্ল্যাটের মধ্যে চারদেওয়ালেই তাদের দায়বদ্ধতা! তবে আপনাদের মত কিছু মানুষ এবং মানসিকতা আছে বলেই, নতুন প্রজন্ম পরিবেশের সংজ্ঞা শিখতে সক্ষম হবে।
ভালো থাকুন, আর বাঁচিয়ে রাখুন সবুজকে।
আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ দিদি