মানুষের চাইতে পশুরা অনেক বেশি বিশ্বস্ত এবং ভালবাসার মর্যাদা দিতে সক্ষম।
ওরা খুব সহজেই খারাপ ভালো বিভেদ করতে জানে।
আর মানুষের মতো ঠকাবার প্রবৃত্তি থাকে না এদের মধ্যে। আমারও খুব পছন্দ কিন্তু মুশকিল এদের খুব যত্ন করতে হয়, আর একলা সেটা পারে ওঠা বেশ কঠিন তাই নিজের ইচ্ছেকে খানিক দমন করে রেখেছি।
শখের বশে অবলা জীবকে এনে কষ্ট দেওয়া উচিত নয়। তোমার কি মনে হয়?