You are viewing a single comment's thread from:

RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT "

in Incredible Indialast year

কো-এডমিন ম্যাম এর কাছে প্রথমেই অসংখ্য কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর ভাবে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টটি প্রকাশ করার জন্য। আসলে আপনি একদম ঠিক বলেছেন, আমরা ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যে ভাষায় পারদর্শী এবং স্বস্তিবোধ করি। সে ভাষায় পোস্ট লেখাটাই উত্তম। এছাড়া নিজের পোস্টকে সবসময় ছোট ছোট প্যারা আকারে লিখলে পোস্টটা পড়তে ভালো লাগে।
সত্যিই এই সপ্তাহে নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করতে পেরে খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীতেও নিজের এনগেজমেন্ট এভাবেই ধরে রাখার চেষ্টা করব। নিজেকে বিজয়ী হিসেবে দেখে সত্যিই খুব আনন্দিত।
সেই সাথে @sabus, @tanay123 আপনাদের জন্য অনেক অভিনন্দন রইল।

Sort:  
 last year 

একদমই তাই। নিজে যে ভাষযায় সাবলীল সেই ভাষাতে অনুভূতি ব্যক্ত করলে বোধহয় সবটুকু উপস্থাপন মন থেকে করা সম্ভব হয়। আপনাকে ধন্যবাদ গত বেশকিছু সপ্তাহ ধরে নিজের এনগেজমেন্ট ধরে রাখার জন্য। এইভাবেই আপনি আগামী দিনেও নিজের কাজ করে যাবেন এই আশা রাখি। ভালো থাকবেন।

 last year 

আমরা ছোট থেকে সবাই নিজের মায়ের কোল থেকে বড় হয়ে উঠি। সেক্ষেত্রে মায়ের মুখ থেকে যে ভাষা শিখেছি। সেই ভাষায় নিজের অনুভূতি ব্যক্ত করলে সব থেকে ভালো উপস্থাপন করা সম্ভব। আমার নিজের ব্যক্তিগত জীবন বাদেও আমি স্টিমিট প্লাটফর্মে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি আমার এনগেজমেন্ট ধরে রাখার চেষ্টা করব।

আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।