Better Life with Steem|| The Diary Game||18 july 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে উঠে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বাসার পরে আম্মু আমাকে নাস্তা দেয় আমি নাস্তা করি। আজকে শুক্রবার ছিল তাই অনেক তাড়াতাড়ি আযান দিয়ে দেবে।এজন্য আর কোথাও বেরোতে চাইলাম না তারপরও কিছুক্ষণ ঘরে থাকার পরে আর ভালো লাগতেছে না। তাই হাটতে হাঁটতে একটু দোকানের দিকে চলে যাই। সেখানে গিয়ে অল্প কিছুক্ষণ দোকানে বসে থাকা মানুষদের সাথে কথাবার্তা বলি।
বেশ অনেকটা সময় সেখানে কেটে যায় তারপর সেখান থেকে উঠে বাড়ির দিকে চলে আসি। রাস্তায় আসার সময় কয়েকজন মানুষের সাথে দেখা হয় সবার সাথে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে কথা বার্তা বলি। তারপর সেখান থেকে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে অল্প কিছুক্ষণ ঘরের মধ্যে বসে বসে ফোন দেখতে থাকি। ফোন দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে যায়।
আজকের জুম্মার নামাজ থাকায় অনেক তাড়াতাড়ি আযান দিয়ে দেয়। আযান শুনে আমি ঘর থেকে বেরিয়ে গোসল করতে চলে যাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমি সুন্দরভাবে গোসল করে ঘরে চলে আসি। ঘরে এসে খুব সুন্দর ভাবে তৈরি হয় মসজিদের দিকে রওনা হয়। তারপর মসজিদের মধ্যে গিয়ে বসে পড়ি। ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে থাকি বেশ ভালই লাগে। দুই সপ্তাহ পরে জুম্মার নামাজ আমি আমাদের মসজিদে পড়লাম। বেশ ভালোই সবার সাথে সালাত আদায় করে বেশ ভালই লাগলো। তো নামাজ শেষ করে আমি মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে আসি।
বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকি তারপর আমরা সবাইকে ডাক দেয় খাবার খেতে। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি বেশ ভালই লাগে। খাওয়া-দাওয়া শেষ করে আমি গিয়ে আমার রুমে বিছানায় শুয়ে পরি। শুয়ে থাকতে পারতে কখন যে ঘুমিয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। ঘুম থেকে উঠি ৪:৪৫ এর দিকে। তারপর চলে যায় রাস্তার দিকে। দোকানের সামনে একটা সাইকেল দেখতে পাই। তারপর সেই সাইকেলটা নিয়ে এদিক-ওদিক বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করি। আমিও আমার সাথে আরেকজন মিলে।
সন্ধ্যার কিছুক্ষণ আগে তার সাইকেল তাকে ফেরত দিয়ে দেই। ঘোরাঘুরি শেষ করে যার আমানত তাকে বুঝিয়ে দেয়। তারপর বেশ অনেকটা সময় সেখানে বসে থাকি দোকানের এক পাশে। অল্প কিছুক্ষণ পরে আমার এক বন্ধু এসে বলে চল পুরি খেয়ে আসি। তারপর আমি আর আমার বন্ধু মিলে চলে যাই পুরির দোকানে। বেশ কিছু পুরি আমরা দুজন মিলে সেখানে বসে খাই। বেশ ভালই লাগলো পুরি গুলো খেতে গরম গরম তাই অনেকটা মজা খেলাম।
তারপর সে দোকানের বিল পরিশোধ করে আমরা দুজনে বাড়ির দিকে চলে আসি। আমি আর দোকানের দিকে দাড়াই না বাড়ির দিকে চলে যাই। বাড়িতে গিয়ে বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। এভাবেই কেটে দেয় বেশ অনেকটা সময়। তারপর আমার খালাতো ভাই কল দেয় বলে বাহিরে আসতে। তারপর বাইরে বের হই সে আর আমি কিছুক্ষণ কথাবার্তা বলি রাস্তায় দাঁড়িয়ে। তারপর যে যার মত বাড়ির দিকে চলে আসি। এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি ঘুমানোর জন্য।
SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.
Thank you 😊