Better Life with Steem|| The Diary Game||20 july 2025||

in Incredible India19 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000018029.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকালবেলা ঘুম থেকে উঠি দশটার দিকে। তাও আমার খালাতো ভাই কল দিয়ে আমাকে ঘুম থেকে উঠায়। বলে একটু বাজারে যেতে হবে কাজ আছে অনেক তাড়াতাড়ি আয়। তো আমি ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে কিছু নাস্তা করলাম। নাস্তা করে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। দুজনে মিলে চলে গেলাম বাজারের দিকে। সেখানে গিয়ে একটা অফিস থেকে অনেক দরকারি কাগজ নিয়ে আসি। তারপর একটা ফটোকপি করার দোকানে গিয়ে ।

1000017985.jpg

দুজনে মিলে সেগুলো ফটোকপি করতে দিলাম অনেক কাগজ ছিল তার জন্য একে একে দুজনে খুজে খুজে দিতে থাকলাম। কাগজগুলো ফটোকপি করতে করতে বেশ অনেকটা সময় কেটে যায় আমাদের। বলতে গেলে সব কাগজ ফটোকপি করায় আমাদের পুরো দুপুর গড়িয়ে যায়। এমনিতেই বাজারে গিয়েছিলাম আমরা অনেক দেরি করে। বেশ অনেকটা সময় লাগে আমাদের সেগুলো ফটোকপি করা শেষ করতে। ফটোকপি করা শেষ করে সেগুলো খুব সুন্দরভাবে আলাদা আরেকটা কাগজের ফাইল করে রাখি।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

1000018024.jpg

তারপর সে কাগজগুলো নিয়ে আমরা একটা অফিসে গিয়ে জমা দিয়ে আসি। সেখানে জমা দেওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয় বেশ অনেকটা সময়। এভাবে কেটে যায় আমাদের সকাল থেকে আজ দুপুর পর্যন্ত। ৩ টার দিকে আমরা সবকিছু জমা দিয়ে সেই অফিস থেকে বের হতে পারি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা দুজনে বাড়ির দিকে যাওয়ার জন্য রাস্তায় বের হই।

1000018029.jpg

তারপর একটা দোকানে বসে অল্প কিছু খাওয়া-দাওয়া করলাম আমরা। তারপর খাবার শেষ করে আমরা দুজনে একটা গাড়িতে উঠে পড়ি বাড়ির দিকে আসার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে এসে পৌঁছাই। বাড়িতে এসে আমি সাথে সাথে চলে যাই গোসল করার জন্য। বেশ কিছুক্ষণ পানির মধ্যে বসে থাকি আমি। তারপর গোসল শেষ করে ঘরে এসে খাওয়া-দাওয়া করে নেই। খাওয়া-দাওয়া করে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে থাকে।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

1000018035.jpg

অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যায় তাই আর সন্ধ্যার দিকে বাইরে বের হই না। এক কাপ রং চা তৈরি করে খুব মনের আনন্দে বসে পান করি। সারাদিন অনেক ব্যস্ততার পরে রং চা খেতে বেশ ভালোই লাগে। তো বেশ কিছুক্ষণ সেখানে বসে ফোন দেখতে থাকি ও চা পান করি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়।

1000018050.jpg

তারপর আমার এক বন্ধু আমাকে কল দিয়ে বাহিরে বের করে। হাঁটতে হাঁটতে চলে যাই রাস্তার দিকে সেখানে গিয়ে দেখি আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে। তো সেখানে বসে আমরা বেশ অনেকটা সময় তিনজনে মিলে আড্ডা দেই। বেশ ভালই লাগে রাতে এভাবে অনেকদিন পরে আড্ডা দিলাম তার জন্য। এদের সাথে আগে অনেক আড্ডা দিতাম এখন আর তেমন একটা এই বন্ধু দুইটার সাথে আড্ডা দেওয়া হয় না। তো বেশ অনেকটা সময় পড়ে সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Creating a culture of interaction with other users provides us with important benefits within the platform; therefore, I invite you to support other content through comments.



Curated by: @adeljose

Thank you 👍