Better Life with Steem|| The Diary Game||24 july 2025||

in Incredible India15 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000018746.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

1000018637.jpg

সকালবেলা ঘুম থেকে উঠি নয়টার দিকে আমার একজন বন্ধু আমাকে কল দিয়ে ঘুম থেকে জাগায়। বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে আসতে। তো আমি আর তেমন একটা গুরুত্ব দিলাম না। আস্তে আস্তে ফ্রেস হয়ে নাস্তা করি। নাস্তা করা শেষ করে এক কাপ কফি নিয়ে ঘরের সামনে গিয়ে বসি। আমি আমার বন্ধুর কথায় তেমন একটা গুরুত্ব দিলাম না তার কারণ হলো। আমি জানি আজকে কোন কিছুই নাই কলেজে।

1000018654.jpg

আমরা সবাই একটু একসাথে আড্ডা দিব ব্যাস এতোটুকুই। তাই আমি আস্তে আস্তে করে নাস্তা করে কফি খেয়ে তৈরি হয়ে বের হয়ে বাড়ি থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি কলেজে গিয়ে পৌঁছায়। দেখতে পাই আমার বন্ধুরা চলে এসেছে তো সবাই মিলে বেশ অনেকটা সময় ধরে কলেজের মধ্যে বসে আড্ডা দেই। বেশ ভালো একটা সময় কেটে যায় আমাদের হাসিঠাট্টার মধ্যে দিয়ে।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

1000018667.jpg

তো দুপুরের বেশ কিছুক্ষণ পরে আমরা সবাই সেখান থেকে বেরিয়ে যে যার বাড়ির দিকে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে এসে কিছুক্ষণ একা একা বসে থাকি পাখা চালিয়ে। তারপর গোসল করতে চলে যাই অল্প কিছুক্ষণের মধ্যে গোসল শেষ করে ঘরে চলে আসি। ঘরে এসে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নেই। বেশ অনেকটা সময় এভাবেই বিশ্রাম নিতে নিতে কেটে যায়।

1000018709.jpg

তারপর ফুটবল খেলা দেখার জন্য যাব তাই আস্তে আস্তে তৈরি হয়ে নেই। অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় রাস্তার দিকে। সেখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা ইস্কুল মাঠের দিকে রওনা হয়। অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে পৌঁছাই তারপর আমি আমার বন্ধুদের সাথে বসে ফুটবল খেলা দেখতে থাকি। বেশ ভালই আজকে কালকের থেকে অনেক সুন্দর খেলা হচ্ছে। আজকে অনেক ভালো দলের খেলা তাই দেখতে বেশ ভালো লাগতেছে।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

তারপর তাদের খেলা শেষ হয় তো আমরা সব বন্ধুরা মিলে স্কুল মাঠে এক পাশে বসি। স্কুল মাঠে ভালো ছিল আর বালুর উপরে খুব সুন্দর ঘাস ছিল। তার জন্য আমরা বেশ ভালোই সেখানে বসতে পারি। তো বসে বসে আমরা বন্ধুরা মিলে বেশ অনেকটা সময় সেখানে আড্ডা দেই। কথাবার্তা বলতে বলতে বেশ অনেকটা সময় আমাদের কেটে যায় সেখানে। এমনভাবে স্কুল মাঠে আগে কখনোই বসা হয়নি। তো বেশ ভালই লাগলো এভাবে সবাই মিলে গোল হয়ে বসে আড্ডা দিতে।

বিকেল থেকেই ফোনে তেমন একটা চার্জ ছিল না তাই ফোনটা বেশিরভাগ সময় পকেটে ছিল। তবে অনেকটা সময় পরে সেখান থেকে আমি বাড়ির দিকে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। তারপর আমি আমার ফোনটাকে চার্জে বসিয়ে দেই। বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে টিভি দেখতে থাকি বেশ ভালই সময়টা কেটে যায়। তোদের অনেকটা সময় টিভি দেখার পরে আম্মু আমাকে খাবার খেতে ডাক দেয়। তো খাওয়া দাওয়া শেষ করে বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Thank you for sharing quality content on Steemit.
You have been supported by the Team 02:

Captura de pantalla 2025-06-30 202646.png

Curated by: @pelon53

Thank you 😊