Better Life with Steem|| The Diary Game||26 july 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে তাও আম্মু আমাকে ডেকে উঠায়। সকাল বেলা একবার ঘুম ভেঙ্গে গিয়েছিল তখন দেখতে পেয়েছিলাম বাহিরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তার জন্য ঘুমিয়েই থাকি বেশ অনেকটা সময় ধরে। তো আমাকে ডেকে উঠানোর পরে আমি হাতমুখ ধুয়ে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ সবাই বসে বসে ফোন দেখতে থাকি। তারপর আম্মু আমাকে নাস্তা দেয় আমি নাস্তা করি নাস্তা শেষ করে এক কাপ কফি নিয়ে আবারো সামনে এসে বসি।
বাহিরে প্রচন্ড বৃষ্টি পরতেছিল তাই আর বাইরে বের হতে পারছিলাম না। সেখানে বসে বসে মনের আনন্দে ফোন দেখতেছিলাম আর কফি পান করতেছিলাম। বেশ অনেকটা সময় সেখানে বসে বসে কাটিয়ে দেই আমি। তারপর উঠে কিছুক্ষণ ঘরের মধ্যে এদিক ওদিক হাটাহাটি করি। তারপর আমাকে কিছু জ্বালানির লাকড়ি কেটে দেই। বৃষ্টির জন্য বাহিরে রাখা লাকড়িগুলো ভিজে গেছে। এজন্য বড় বড় কিছু লাকড়ি ছিল সেগুলো আমি কেটে দেই।
তো সেগুলো কেটে দিয়ে আমি সেখান থেকে ঘরের মধ্যে চলে আসি এসে কিছুক্ষণ শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর গোসল করার জন্য বাহিরে বের হই তখন অনেকটা বৃষ্টি কমে গেছিল। তো বেশ কিছুক্ষণ একা একা গোসল করে আসলাম ঘরে। তারপর বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। কিছুক্ষণ পরে আম্মু সবাইকে ডাক দেয় খাবার খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে আমি রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নেই।
আজকে বিকেল বেলা আমাদের ফুটবল খেলা আছে। তো আমি চারটার দিকে বাড়ি থেকে বের হই। অল্প কিছুক্ষণের মধ্যে স্কুল মাঠে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যায়। আমি প্রথম অর্ধেকটা সময় উঠি না দ্বিতীয় অর্ধেকটা সময়ে ফুটবল খেলতে উঠি। বেশ ভালই লাগলো অনেকদিন পরে ফুটবল খেলে। বেশ অনেকটা মজা হল আমরা নিজেরা নিজেরাই ফুটবল খেললাম বেশ ভালই লাগলো।
সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগেই আমাদের ফুটবল খেলা শেষ হয়ে যায়। তারপর সেখান থেকে গোসল করে তাড়াতাড়ি যে যার বাড়ির দিকে চলে আসি। আসার সময় আমাদের এই পাশের আবহাওয়াটা দেখতে বেশ ভালো লাগে। তখন দাড়িয়ে সেখানে কিছু ছবি তুলে নেই। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমিও আমার কয়েকজন বন্ধু মিলে বাড়ির দিকে চলে আসে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে এসে পৌঁছায়।
তারপর আমি আরো একটু ভালোভাবে গোসল করে নেই ঘরে এসে। তারপর কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকি। বেশ অনেকটা সময় করে উঠে কিছুক্ষণ বই নিয়ে বসে থাকে। কালকে আমার পরীক্ষা আছে তার জন্য একটু বই দেখতে থাকি। তারপরে টেবিল থেকে উঠে গিয়ে টিভির সামনে বসে পড়ি। বেশ অনেকটা সময় পরে সেখান থেকে উঠে খাওয়া দাওয়া করতে চলে যায়। আমার অনেক ক্ষুধা লেগেছিল আমি একা একাই সবার আগে খাওয়া দাওয়া করে নেই। খাওয়া-দাওয়া শেষ করে বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ি।
Congrats! Keep posting meaningful content. You're eligible to use newcomer tag for three months from your joining. Please share your posts on any social media and post the links in comment section of your post. Read and follow rules for a quick growth on the platform.
Curated by: @dove11
Thank you 😊