Better Life with Steem|| The Diary Game||27 Jun 2025||

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000012932.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

আজকে আমার সকাল হয় অনেক দেরিতে।১০:৩০ এর দিকে ঘুম থেকে উঠি আমি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। আম্মুকে নাস্তা দিতে বললি অনেক ক্ষুধা লেগেছিলো। তারপর আমাকে নাস্তা দেয় আমি খুব সুন্দর ভাবে বসে বসে নাস্তা করি। নাস্তা করা শেষ করে ঘরের মধ্যে বসে থাকি বেশ অনেকটা সময়। আজকের সকালের দিকে বাইরে বের হই না। দুপুরে আমাদের মির্জাগঞ্জ দরবার শরীফে নামাজ পড়তে যাওয়ার কথা আছে। তাই ঘর থেকে আর বের হই না।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

তো বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায়। তারপর বারোটার দিকে আমি গোসল করতে চলে যাই আর আমার সাথে যারা যারা যাবে। তাদেরকেও কল দিয়ে বলি গোসল করে তৈরি হতে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই গোসল শেষ করে ঘরে চলে যাই। ঘরে গিয়ে নামাজ পড়তে যাওয়ার জন্য খুব সুন্দর ভাবে তৈরি হয়। তারপর নানা বাড়িতে চলে আসি মামার গাড়ি নিয়ে আমার এক বন্ধুকে তার বাড়িতে আনতে চাই।

1000012903.jpg

কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আমাদের বাড়ির দিকে চলে আসে। তারপর সেখান থেকে আমার খালাতো ভাই ও আমার বন্ধু মিলে রওনা হয় মির্জাগঞ্জ দরবার শরীফের উদ্দেশ্যে।আমাদের কাছে মোটরসাইকেল থাকায় অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাই। তারপর সেখানে গিয়ে ওযু করে খুব সুন্দরভাবে মসজিদে উঠে পড়ি। বেশ অনেকটা সময় ইমাম হুজুরের ওয়াজ নসিয়ত শুনি বেশ ভালই লাগে। অনেক মানুষের মধ্যে সালাত আদায় করতে বেশ আরো ভালো লাগে।

1000012910.jpg

তারপর আমরা বাহিরে বের হয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করি। বেশ ভালোই সময়টা কেটে যায়। তারপর সেখান থেকে সবাই বাড়ির দিকে রওনা হই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে নেই খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেই। বেশ অনেকটা সময় বিশ্রাম নিতে নিতে কেটে যায়। তারপর বাড়ি থেকে বের হই চলে যাই দোকানের দিকে। সেখানে গিয়ে বেশ অনেকটা সময় আড্ডা দেই সবার সাথে।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

1000012947.jpg

সেখানে বসে বসে সন্ধ্যা বের করে দেয়। তারপর কিছুক্ষণ ক্রাম বোর্ড খেলি সবার সাথে। বেশ কিছুক্ষণ কেরাম বোর্ড খেলা শেষ করে। আমি একটা চা পান করি। বেশ ভালই লেগেছিল চা পান করতে আমার কাছে। তারপর কিছুক্ষণ দোকানে বসে থাকি। পুরো বিকেল তাই আজকে দোকানে বসে বসে কাটিয়ে দেই সবার সাথে কথাবার্তা বলতে বলতে। বেশ কিছুক্ষণ পর সেখান থেকে বাড়ির দিকে চলে আসি।

1000012932.jpg

বাড়িতে এসে অল্প কিছুক্ষণ বসে থাকি ঘরের মধ্যে। তারপর টেবিলে গিয়ে বসি বই নিয়ে বেশ অনেকটা সময় ধরে লেখাপড়া করি। সারা বছর লেখাপড়া করিনি তাই পড়তে বসতে একটুও ভালো লাগতেছিল না। কিন্তু পরীক্ষার জন্য জোর করে হলেও পড়ালেখা করতে হচ্ছে। তো বেশ অনেকটা সময় কেটে যায় পড়ালেখা করতে করতে। তারপর টেবিল থেকে উঠে ফোন দিয়ে বসে করি। কিছুক্ষণ পরে আম্মু ডাক দেয় খাবার খেতে। খাওয়া-দাওয়া শেষ করে বিছানায় গুছিয়ে নেই।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।