Better Life with Steem|| The Diary Game||5 August 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়নি। বেশি অনেকটা সময় ঘরের মধ্যে বসে থাকি। তারপর হালকা কিছু নাস্তা করে তৈরি হয় বাজার দিকে যাওয়ার জন্য। মূলত আমি যাব একটু টিউন অফিস। সেখানে আমার এক বন্ধুর সাথে দেখা করব তার সাথে কিছু কথা আছে সেগুলো বলব তার জন্য। তাকে দিয়ে কিছু কাজ আছে যেগুলো আমাকে সম্পন্ন করতে হবে। তার জন্য তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য রওনা হই।
অল্প কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছাই টিউন অফিস গিয়ে। গিয়ে দেখি আমার বন্ধু এসে সেখানে বসে আছে তারপর বেশ অনেকটা সময় বন্ধুর সাথে সেখানে বসে বসে কথা বলতে বলি। তারপর বন্ধুকে দিয়ে আমি আমার কিছু ছবি তুলে নেই। বেশ অনেকটা সময় সেখানে বসে থাকে এক থেকে কেটে যায়। বেশ ভালই দুজনে মিলে অনেকটা সময় সেখানে বসে কথাবার্তা বলে কাটিয়ে দিলাম।
বেশ অনেকটা সময় সেখানে কাটানোর পরে আমি বাড়ির দিকে চলে আসি। বন্ধু বন্ধুর বাসায় চলে যায় অল্প কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে আমি বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তারপর গোসল করার জন্য বাইরে বের হই। কিছুক্ষণের মধ্যেই গোসল শেষ করে ঘরে এসে বসে। কিছুক্ষণ পরে আমাকে ডাক দিয়ে খাবার খেতে দেয় খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নেই।
তারপর চারটার দিকে চলে যাই আবারো টিউন অফিস। আজকে সেখানে আমাদের কলেজের একটা বিজয় মিছিল আছে। তার জন্য সেখানে গিয়ে আমরা বেশ অনেকটা সময় থাকি। বেশ ভালই লাগে অনেক মানুষ মিলে আমরা সেখানে ঘোরাফেরা করি। বেশ ভালই সময়টা কেটে দেয় সেখানে আমাদের আমরা বেশ অনেক বন্ধুরা ছিলাম সেখানে। বেশ ভালই সেখানে অনেকটা সময় কাটিয়ে দেই আমরা সবাই মিলে।
সুন্দর বেশ কিছুক্ষণ পরে আমরা বন্ধুরা মিলে এক জায়গায় বসে বেশ অনেকটা সময় আড্ডা দেই। বেশ ভালই সময়টা কেটে দেয় আমাদের সবার বেশ অনেকটা সময় আমরা বেশ কিছু বিষয় নিয়ে আড্ডা দেই যেটা আমার কাছে বেশ অনেক ভালো লাগে। তারপর সেখান থেকে যে যার মত বাসার দিকে চলে আসি। অল্প কিছুক্ষণ পরেই আমি সেখান থেকে বাড়ির দিকে চলে আসি।
বাড়িতে এসে বেশ কিছুক্ষণ এদিক ওদিক সুয়ে বসে কাটিয়ে দেই। তারপর ছোট বোন ডাক দেয় বলে আমাকে কিছু পড়া দেখিয়ে দিতে। তো বেশ কিছুক্ষণ ওকে পড়া দেখিয়ে দেই তারপরে আমি আরো দুজনে মিলে ছবি তুলি। বেশ দুজনে মিলে অল্প কিছুক্ষণ দুষ্টামি করি। তারপর ছোট বোন পড়তে থাকে আমি সেখান থেকে চলে যাই। রুমে গিয়ে শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি তারপর আম্মু ডাক দেয় খাবার খেতে। খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ি ঘুমানোর জন্য।
Also, encourage them to accelerate their growth on the platform by adding Steem Power to their wallet.
Curated by: @ adeljose
Thank you 😊