সকলে মিলে ফুটবল খেলার কিছু সুন্দর মুহূর্ত।

in Incredible Indialast year

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করব বিষয়টা হচ্ছে আমরা সকলে মিলে আমাদের গ্রাম থেকে অনেক দূরে ফুটবল খেলার উদ্দেশ্যে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলাম। এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো।আসুন বন্ধুরা আমরা তাড়াতাড়ি শুরু করি। আশা করি আমার লেখাটি সকলের সম্পন্ন পড়বেন।

1000029384.jpg

আমরা সকলে মিলে পরিকল্পনা করে একটা নির্দিষ্ট দিন ঠিক করে একটা নির্দিষ্ট দল ঠিক করে সেই দলের সাথে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম। যার কারণে আমরা খেলা নিশ্চিত করি। তবে আমাদের খেলতে যাওয়ার একটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা আসলে কেমন খেলি বা কেমন খেলতে পারবো ফুটবল সেই বিষয়টা আমরা সুন্দরভাবে যাচাই করি। আসলে আমরা ফুটবল খেলার জন্য উপযোগী। তবে আমাদের দলটা একটু খারাপ।

1000029383.jpg

1000029470.jpg

আমরা ফুটবল খেলার জন্য বাড়ি থেকে বের হই। আরো একটি কথা আমরা সেদিন আমাদের দলের জার্সি পেয়েছিলাম। আমরা জার্সি অর্ডার করেছিলাম ৪দিন আগে। আমরা যেদিন দূরে খেলতে যাব সেদিন দুপুরবেলা আমাদের হাতে জার্সি পৌঁছে দিতে আসেন। আমরা সর্বমোট ২৪ জন জার্সি অর্ডার করেছিলাম। আমাদের জার্সিটা খুবই সুন্দর হয়েছে। সকলে মিলে পছন্দ করে এই রঙের জার্সি পছন্দ করেছিলাম। প্রথম দিন আমরা খেলতে যাই এবং প্রথম দিন আমরা ম্যাচ হেরে গিয়েছিলাম।

1000029467.jpg

1000029468.jpg

ফুটবল খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। আমার কাছে ফুটবল খেলাটা খুবই ভালো লাগে।আমি প্রায় ফুটবল খেলায় অংশগ্রহণ করি না।তবে আমি প্রত্যেকটি খেলায় উপস্থিত থাকি।আমার কাছে ফুটবল খেলাটা খুবই ভালো লাগে। তবে আমাদের দলের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমরা যেকোনো জায়গায় খেলতে যাই না কেন সকলেই পূর্ণ আত্মবিশ্বাসী থাকি আমরা ম্যাচ জিতব। কিন্তু হয়ে যায় তার বিপরীত আমরা ম্যাচ হেরে যাই। শত হারের পরেও ফুটবল ম্যাচ প্রতিনিয়তই খেলি।

1000029351.jpg

1000029354.jpg

1000029469.jpg

হতে পারে আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। তবুও আমরা দুর্বল দল কিন্তু ফুটবলে আমরা প্রতিদিনই খেলে। আমার কাছে ফুটবল খেলা ভালো লাগে এবং সকলেই আমরা খুবই সুন্দরভাবে ফুটবল খেলি। সকলে মিলে ফুটবল খেলাটা উপভোগ করি। সকলের কাছে ফুটবল খেলাটা একটা সুন্দর বিষয় এবং সকলের কাছে এই খেলাটা একটা আনন্দের খেলা হিসেবে পরিচিত। ম্যাচ হেরে যায় তবুও আমরা খেলা কখনো বাদ দেইনি। সব সময় ফুটবল খেলে যাবো এটাই আমাদের আশা। আপনি ফুটবল খেলতে পারবেন তবে এর জন্য যোগ্যতা প্রয়োজন।

আমরা আমাদের বাড়ির পাশে ফুটবল খেলার মাঠ তৈরি করেছি এবং সেখানে প্রত্যেকদিন ফুটবল খেলি।এখানে খেলার সময় প্রায়ই খেলোয়ার সহ ৫০ জনের মত মানুষ হয়ে থাকে। সকলে বসে বসে খেলা দেখে। ফুটবল খেলা সকলের কাছে উপভোগের একটি খেলা। তবে ফুটবল খেলা অন্য দলের সাথে আমাদের দল নিয়ে খেলা এটা বেশি ভালো লাগে। অন্য একটি ফুটবল টিমের সাথে আমাদের ফুটবল টিম খুব সুন্দর খেলা হয়।

ফুটবল খেলাটা উপভোগ করি এবং আমার কাছে ফুটবল খেলাটি খুবই ভালো লাগে। তবে প্রতিদিন এর মতো ফুটবল খেলা আজকেও খেলতে যাব। তবে আমরা প্রত্যেকদিনই ফুটবল খেলি। আপনার কাছে আসলে ফুটবল খেলাটা কেমন লাগে? আশা করি আপনাদের কাছে ফুটবল খেলাটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

খোদা হাফেজ

Sort:  
 last year 

খেলায় একা একা করার মধ্য কোন আনন্দ নাই যেকোনো খেলা দলবদ্ধ ভাবেই করতে হয় আর তার মধ্যেই আমরা বিনোদন খুঁজে পাই।

ফুটবল ক্রিকেট খেলা আমার অনেক পছন্দের আমাদের গ্রামে আপনাদের মত নেই এমন একটি টিম রয়েছে শিবানন্দ কয়টি যুব তরুণ সংঘ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুদের সাথে ফুটবল খেলার কিছু সুন্দর মুহূর্ত আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 last year 

ফুটবল খেলা আসলে মজার একটি খেলা। আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ফুটবল খেলা যেরকম পরিশ্রম তেমনি আনন্দদায়ক গ্রামের সকল ছেলেরা এক জায়গায় হয়ে যখন ফুটবল খেলা হয় তখন অনেক ভালো লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টটি পড়ে সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা এই দোয়াই রইল।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️

যে কোন খেলাধুলা শরীর ও মনকে চাঙ্গা রাখে। আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি সময় পাইলে এখোনো আমাদের মাঠে ক্রিকেট খেলি।

 last year 

খেলাধুলা করলে আমাদের মন ও শরীর দুটোই ভালো থাকে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 last year 

ফুটবল খেলা একা একা করা যায় না। অনেকে মিলে ফুটবল খেলা যায়। বন্ধুদের সকলে মিলে ফুটবল খেলা করে খুব আনন্দ করেছেন। এরকম খেলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। আপনার ফুটবল খেলা সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ফুটবল খেলা সকলে মিলে খেলতে হয়। কারণ এই খেলাটি প্রচুর জনপ্রিয় এবং সকলের কাছে খুবই মজার একটি খেলা হিসেবে পরিচিত।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ফুটবল খেলা দেখতে ভালো লাগে কিন্তু খেলতে ভালো লাগে না ৷ আমি যখনি খেলতে গেছি পা মচকে যাবেই পরে এই মচকে যাওয়ার কষ্ট টা খুব বেদনাদায়ক হয়ে থাকে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

এরকম পায়ে ব্যথা আমি অনেক পেয়েছি। তারপরেও ফুটবল খেলছি এখনো।আমার কাছে ফুটবল খেলাটা খুবই ভালো লাগে।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

খেলাধুলা করতে যাওয়ার মজা আলাদা।
আপনাদের জার্সি খুব সুন্দর হয়েছে এবং এ জার্সি ডিজাইন তাও অনেক সুন্দর হয়েছে।
প্রত্যেককে একত্রে অনেক সুন্দর লাগছে।