ব্রাজিল দলের বর্তমান পারফরম্যান্স!

in Incredible India3 days ago

Screenshot_2025-09-05-22-35-23-525_com.google.android.youtube.jpg
Hello Everyone,,,

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।
অনেক দিন বাদে ব্রাজিলের ম্যাচ দেখলাম। তবে এবারের ম্যাচটা সত্যি অন্য রকম হলো।
মাস খানেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ব্রাজিল তাদের জাতীয় দলের কোচ পরিবর্তন করেছে। নতুন কোচের আন্ডারে আগে দুটো ম্যাচ খেলেছিলো সেখানে একটিতে ড্র আর একটিতে জিতেছিলো।

একটা দলের পারফরম্যান্স নির্ভর করে তাদের কোচের উপর। কোচ কতটা দক্ষতার সাথে প্লেয়াদের দিক নির্দেশনা দিতে পারছে এবং তাদের পরিকল্পনা কতটা যুক্তি যুক্ত তার উপর নির্ভর করে মাঠের খেলা কতটা ভালো হবে।

Screenshot_2025-09-05-22-35-18-589_com.google.android.youtube.jpg

আগে যতগুলো ম্যাচ হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পারফরম্যান্স আমার কাছে একটুও পছন্দ হয় নি। তবে এবার সত্যি ম্যাচ দেখে আমি খুশি হয়েছি। অনেক দিন বাদে ব্রাজিলের এমন দেখলাম।

কোনো দলের সমর্থন করলেই যে তাদের অন্ধ ভক্ত হতে হবে এমনটা নয়। তাদের ভুলগুলোও বলতে হবে। বিগত পোস্টগুলো যেমন তাদের ত্রুটিগুলো শেয়ার করেছি তেমনই আজ বলতে বাধ্য হচ্ছি, সত্যি সকলের পারফরম্যান্স অসাধারণ ছিলো।

Screenshot_2025-09-05-22-36-33-845_com.google.android.youtube.jpg

ফুটবল একটা দলগত খেলা।
এখানে সকলের ভূমিকা রয়েছে। কেউ একা দলকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আর তাদের সঠিক পরিকল্পনা তৈরি করে পথ প্রদর্শন করা কোচের কাজ।

Screenshot_2025-09-05-22-36-13-504_com.google.android.youtube.jpg

আজকের ম্যাচটা ছিলো বিশ্বকাপের বাছাই পর্ব। যেহেতু ব্রাজিল আগেই বিশ্বকাপে চান্স পেয়েছে তাই এই ম্যাচটা ছিলো শুধুমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ। নিজেদের খেলোয়াড়দের বিশ্বকাপের জন্য মানসিকভাবে তৈরি করাই মূল উদ্দেশ্য।

তাই এবারে দলে অধিকাংশ নতুন খেলোয়াড়রাই ছিলো। এই প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে যেসকল খেলোয়াড় ভালো খেলবে তাদের বিশ্বকাপের দলে নেওয়া হবে। একটা ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সেটা বড় কথা নয়, বরং দলের প্রতিটা জয় খেলোয়াড়দের মনোবল বাড়াতে সাহায্য করে।

Screenshot_2025-09-05-22-38-35-956_com.google.android.youtube.jpg

দলে অনেক নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে এবং সেই সাথে পুরাতন কিছু খেলোয়াড় আবার খেলার সুযোগ পেয়েছে। বিগত এক বছর বাদে দলে সুযোগ পেয়েছে লুকাস পাকুয়েতা।

Screenshot_2025-09-05-22-38-11-154_com.google.android.youtube.jpg

বেটিং আ্যাপের সাথে যোগাযোগ করার মিথ্যা অভিযোগে ১ বছর ফুটবল খেলার বাইরে ছিলেন। তবে মামলার মাধ্যমে মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেয়েছে। এভাবে মিথ্যা মামলায় অনেকের জীবন নষ্ট হয়ে যায়।

আজ ব্রাজিলের ম্যাচ ছিলো চিলির বিপক্ষে। সকাল ৬.৩০ মিনিটে। আমি ফোনে এলার্ম দিয়ে রেখেছিলাম। যদিও এলার্ম বাজার আগেই ঘুম ভেঙে গিয়েছিলো।

যাই হোক, ব্রাজিল ৩-০ গোলর জয় পেয়েছে। এই জয়ের অবদান আমি দেবো কোচকে। কারন এর আগেও অনেক কোচ এসেছে যারা দলকে এমনভাবে খেলাতে পারে নি। পাচ দিন পর আবার একটা ম্যাচ রয়েছে। আশা করি, পরবর্তী ম্যাচেও ভালো করবে।

পোস্টে ব্যবহৃত ছবিগুলো ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
Sort:  
Loading...