নিঃশব্দে কেটে গেলো কিছু সময়!

in Incredible India7 days ago

IMG_20250917_172632.jpg

আজ সকালে কিছুটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। তেমন কোনো কারন ছিলো না তবুও কেন জানি অন্য দিনের মতো আর ঘুমাতে মন চাইছিলো না। যদি প্রতিদিনই এমন হতো তাহলে খুব ভালো হতো কিন্তু সকালেই যেন রাজ্যের ঘুম চোখে এসে হুমড়ি খেয়ে পড়ে।

তবে অন্য দিন দুপুরে না ঘুমালেও আজ ঘুম আসছিলো। হয়ত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ফল। খানিকক্ষণ ঘুমিয়ে নিলাম। তারপর, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে রাস্তা য় হাঁটতে গেলাম, হ্যা আজও একাই গিয়েছিলাম।

দুর্গাপূজা তো দরজায় কড়া নাড়ছে। হাতে মাত্র কয়েকদিন বাকি। আজ বিশ্বকর্মা পূজা তারপর মহালয়া আর তার কদিন বাদেই দুর্গাপূজা।

বিগত বছর দুর্গাপূজায় তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় নি। বিগত বছর টা ছিলো আমার কাছে সব থেকে বিষন্নতার আর মন বিষন্ন থাকলে কোনো কিছুতেই মন বসে না আর না কিছুতে মনে আনন্দ আসে।

বিগত বছর যেভাবে দুর্গাপূজা কাটিয়েছি এভাবে হয়ত জীবনের অন্য কোনো বছর দুর্গাপূজা কাটেনি।
তবে এবার একটু নিজের মতো করে ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে। আগে যেভাবে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে পূজা দেখতাম তেমন একটা প্লানিং আছে, তবে জানি না কতটা বাস্তবায়িত হবে। মা যদি চায় তাহলে অবশ্যই সম্ভব হবে।

IMG_20250917_172624.jpg

এসব ভাবতে ভাবতে রাস্তায় হাঁটাহাটি করছিলাম। রাস্তায় দুটো ঘোড়া বাঁধা ছিলো। যদিও এখন কাউকে সেভাবে ঘোড়া পালন করতে দেখা যায় না আগের মতো। তবে এখনও কিছু লোক তাদের মালামাল পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করে।

কিছু মানুষের জীবন ঘোড়া র মতো। তারা অন্যকে কে বিনা স্বার্থে সাহায্য করে, নিজে সকল কষ্ট সহ্য করে তবে প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের কাছেই খারাপ হয়ে যায়। প্রয়োজন ফুরিয়ে গেলে যারা কৃতজ্ঞতাবোধ টুকুও হারিয়ে তারা মানুষ হিসাবে কতটা গর্বিত সেটা আমার জানা নেই।

IMG_20250917_170621.jpg

ঘোড়াগুলোকে দেখে ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেলো।
আগেকারন সময় ঘোড়দৌড় প্রতিযোগিতা খুব জনপ্রিয় ছিলো। আমাদের গ্রামেও প্রতি বছর ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো আর সেটা দেখতে আশা পাশের অনেক জায়গা থেকে অনেক লোকের সমাগম ঘটতো। তবে সময়ের সাথে সাথে মানুষের রুচি আর চাহিদা পরিবর্তনের সঙ্গে এসব কোথায় জানি হারিয়ে গেছে।

এই তো মাত্র কয়েক বছর আগের কথা,
ষাঁড়ের লড়াই, ঘোড় দৌড়, হাডুডু খেলা এসবের আয়োজন করা হতো। তবে সেগুলো এখন দেখা যায় না।
একদমই দেখা যায় না বললে ভুল হবে, অনেক জায়গায় হয়ত আয়োজন করা হয়। তবে আমাদের গ্রামে আর এগুলো দেখি না।

IMG_20250917_170355.jpg

IMG_20250917_170140.jpg

কিছু সময় রাস্তায় একা হাঁটাহাটি করলাম আর নিজের মতো কত কি না ভাবলাম।
কিছু ভাবনার আসলে শেষ হয় না।
কিছু ভাবনা আছে যেগুলো ভাবতো ইচ্ছে করে না তবুও মনে চলে আসে,
আবার কিছু ভাবনা ভাবতেই মনে শান্তি লাগে,
কিছু ভাবনায় আবার মনে পাহাড় সমান কষ্ট জমে,
কিছু ভাবনা মনকে সান্ত্বনা দেয়,
এতই তো বেশ ভালোই আছি।
ভাবনাগুলো একান্তই আমার বড় আপন!

Sort:  
Loading...

TEAM - 01


Congratulations!! Your post has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.

Curated by: abdul-rakib

 6 days ago 

Thank you Very much for your support. 🙏