ল্যাপটপ কেনার অভিজ্ঞতা , পর্ব- ১।

in Incredible India2 months ago
IMG_20250518_190014.jpg

Hello Everyone,,,

আশা করি, আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। বলতে পারেন অনেক বেশি রিলাক্সে আছি কারন বিগত একমাস পর অবশেষে আমার পরিক্ষা শেষ হয়েছে।

পরিক্ষা থাকলে মাথার ভিতর অন্যরকম একটা চাপ আর পাশাপাশি পড়াশোনার অনেকটা প্রেসার থাকে। যাক পরিক্ষার পর কিছুটা ফ্রি আছি। আপনাদের মাঝে আজ নতুন একটা বিষয়বস্তু ও অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি।

বেশ কয়েকদিন যাবত ভাবছি একটা ল্যাপটপ কিনবো। যদিও কম্পিউটার আছে তবে অনেক পুরানো যদিও এটা কেবল অযুহাত মাত্র। SSC পরিক্ষার পর ২০১৮ সালে বাবা আমাকে কম্পিউটার কিনে দিয়েছিলো। SSC পরিক্ষার পর কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম আর সেই সুবাদে বাবা কম্পিউটার কিনে দিয়েছিলো।

সত্যি বলতে, জীবনের ঐ প্রথম কম্পিউটারটা আমার কাছে অনেক বড় স্মৃতি। কিছু কিছু জিনিসের বয়স হলেও পুরানো হয় না, আমার জীবনে এই কম্পিউটারটা তেমনই !

IMG_20250518_190000.jpg

কম্পিউটারের SSD থেকে শুরু করে RAM কার্ড অনেক কিছুই পরিবর্তন করেছি, ব্যবহার করতে যে খুব সমস্যা হচ্ছে এমনটা নয়। তবে হুট করে কেন জানি একটা ল্যাপটপের স্বাদ হলো।

জানি আমার ইচ্চাকে বাবা মা কেউ অমত করবে না তবে ঐযে ছোটবেলার অভ্যাস, বাবা মায়ের অনুমতি না নিয়ে কোনো কাজই করি না। এবারও তার বিপরীত হয় নি। বাবা মাকে বললাম আমার ইচ্ছের কথা তারাও আমাকে সায় দিলো তাই আর কোনো বাঁধা রইলো না।

IMG_20250518_190040.jpg

২১ তারিখ আমার পরিক্ষা শেষ হয়েছে। আগেই ঠিক করে রেখেছিলাম পরিক্ষা দিয়ে সরাসরি কম্পিউটার কিনতে যাবো। যদিও শরীর একদমই সায় দেয় না তখন। তবে
আজ না কিনলে পরিবর্তে একদিন আবার খুলনাতে আসতে হবে এটা যে আরও বেশি কষ্টকর আমার জন্য, বিশেষ করে এই গরমের মধ্যে।

পরিক্ষা দিয়ে সেদিন বাড়িতে না এসে পৌছে যাই কম্পিউটার কিনতে। খুলনায় জলিল টাওয়ার সকলের কাছে খুব জনপ্রিয় কারন এখানে কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ অথবা এর সাথে সম্পর্কিত সকল কিছুই পাওয়া যায়।

আমার প্রথম কম্পিউটারও জলিল টাওয়ার থেকে কেনা ছিলো। আমি কয়েক বছর আগে যখন কম্পিউটার কিনতে এসেছিলাম সেদিন জলিল টাওয়ারের মালিক মানে জলিল সাহেব মারা গিয়েছিলো! তাই যখনই জলিল টাওয়ারে যাই এই কথাটা আমার মনে পড়ে।

IMG_20250518_182151.jpg

আজও জলিল টাওয়ারে পরিচিত একটা শপে গিয়েছিলাম। শপের নাম Computer World শপটি সপ্তাহের ছয়দিন খোলা থাকে। শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে।

আগে থেকে পছন্দ করে গিয়েছিলাম কি ল্যাপটপ কিনবো। আমি HP ব্রান্ডের ল্যাপটপ পছন্দ করেছিলাম। সত্যি বলতে, আমরা খুব পাতলা ল্যাপটপ পছন্দ, তাহলে ক্যারি করতেও ভালো হয় আর দেখতেও ভালো লাগে।

শপে পৌঁছে আমাদের পছন্দের ল্যাপটপটা দেখাতে বললাম। ও আচ্ছা, আপনাদের তো বলাই হয় নি -

আমার সাথে আমার দুই বন্ধু - কৌশিক ও হিরণময় গিয়েছিলো। আসলে একটা জিনিস কেনার আগে সেটা ভালো করে দেখে কেনা উচিত, বিশেষ করে ইলেক্ট্রনিকের জিনিস। একা গেলে হয়ত সেটা সম্ভব হয় না তাই বন্ধুদের সাথে নিয়েছিলাম।

যাই হোক, পরবর্তী পোস্ট আপনাদের সাথে বাকি অংশ তুলে ধরবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...
 2 months ago 

আমাদের জীবনে এই স্বপ্নগুলো বা ইচ্ছা গুলো যখন বাস্তবে পরিণত হয় তখন সত্যি খুব ভালোলাগা কাজ করে যেমনটা হয়তো বা আপনার করছে এই আনন্দটা অনেকখানি।
বন্ধুরা মিলে সবাই একসাথে পরীক্ষা শেষের দিনে গিয়েছিলেন ল্যাপটপ কেনার উদ্দেশ্যে আমি আমার কম্পিউটারটা খুলনা থেকে তৈরি করেছিলাম। এক বছরের মত হয়ে গিয়েছে ভালো সার্ভিস দিচ্ছে।। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।