Better Life With Steem || The Diary game || 18 September 2025
Hello Everyone,,,
জীবনের যতটা পথ অতিক্রম করছি, মনে হচ্ছে ভালোবাসা শব্দটা হয়ত মানুষের জন্য নয় কারন অধিকাংশ মানুষ বোধহয় ভালোবাসা শব্দের বাস্তবিক অর্থ অনুভব করতে পারে না বা হয়ত ইচ্ছে করেই করে না।
বিশ্বাস আর আবেগ যেন বাচ্চাদের খেলনার মতো হয়ে গেছে। তবে আবেগ, অনুভূতি কি চাইলেই খেলনার মতো দোকান থেকে কেনা সম্ভব?
না, যায় না৷ তবুও মানুষ এটাকে মূল্যায়ন করে না।
যাই হোক, ছোটোবেলা থেকে গ্রামে বড় হওয়ার সুবাদে গ্রামের চিরচেনা পরিবেশ ও গবাদি পশুর ছোটো ছুটি আর নিরতা দেখতে দেখতে অভ্যস্ত।
গবাদিপশু গুলো না ভীষণ দুরন্ত হয় জানেন তো!
মাঠে যখন গবাদিপশুগুলো যখন ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হতো তখন চারিদিকে দৌড়াদৌড়ি আর ছোটাছুটি। কিন্তু যখন সন্ধ্যা নামতো তখন যেন ওদের সকল দুরন্তপনা নিরবতায় রূপ দিতো।
হাজারো দুরন্ত ভাব মাঠে রেখে শান্ত হয়ে বাড়িতে চলে আসতো। দেখে মনে হতো পশুপাখির মধ্যেও নৈতিকতা রয়েছে তবে মানুষের কি তাই আছে?
উওরটা হয়ত প্রত্যেকের কাছে ভিন্ন!
সকালে ঘুম থেকে উঠে উঠানে একটা হাঁটাহাঁটি করছিলাম। পাশেই গরু গুলো বাঁধা ছিলো।
আমাকে দেখে যেন, আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলো। কি মায়ায় ভরা চোখ!
আমি এগিয়ে গেলাম। গায়ে হাত বুলালাম। ওরাও আলতো করে গলা বাড়িয়ে দিলো। আমাকে বিশ্বাস করে আমার দিকে এগিয়ে আসলো। হয়ত খুব ভালো লাগছিলো ওদের।
একজন কে ছেড়ে অন্যজনের গায়ে হাত বুলালে অপরজন মাথা দিয়ে আমাকে গুতো দিচ্ছিলো।
যাই হোক, কিছু সময় ওদের সাথে কাটিয়ে আমি আমার কাজে চলে গেলাম।
আজ বৃহস্পতিবার।
আমাদের গ্রামের হাট। যদিও অনেক দিন বাজারে যাওয়া হয় না। বাবা বাজার করে তাই আমি প্রয়োজন ছাড়া যাই না।
আজ একটু প্রয়োজনে বাজারে গিয়েছিলাম।
ইলিশ মাছ আমার সব থেকে প্রিয়। মাছে ভাতে বাঙ্গালীর মাছ ছাড়া যেন ভাত খেতে পারে না। তবে ইলিশ মাছের প্রতি সবার আবেগ আর ভালোবাসা যেন খানিক বেশি।
তবে বর্তমান সময়ে ইলিশের বাজার মূল্য যেন গরিব ও মধ্যবিত্ত মানুষের সাধ্যের বাইরে। তবে ইলিশের সাইজ অনুসারে দাম কম বা বেশি হয়ে থাকে।
গ্রামের বাজারে খুব বড় সাইজের ইলিশ মাছ তেমন ওঠে না বললেই চলে। গ্রামের মানুষের সাধ্যের মধ্যে থাকে এমন দামের মধ্যেই ইলিশ পাওয়া যায়।
আমি বাজারে গিয়েছিলাম অন্য কাজে তবে ভাবলাম একবার মাছের বাজার থেকে ঘুরে যাই।
ইলিশের দাম জিজ্ঞেস করতেই বিক্রেতা বললো,
৪৫০ টাকা ও ৫০০ টাকা।
আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেগুলোর দাম প্রতি কেজি ৫০০ টাকা চেয়েছিলো।
যদিও সাইজে ছোটো ইলিশ মাছের স্বাদ কম হয়। তবে আমাদের এখানে এমনটাই পাওয়া যাচ্ছে এর থেকে বড় সাইজের ইলিশ খুজে পেলাম না৷
দাম দর করে আমি দুই কেজি ৪৫০ টাকা দরে ইলিশ কিনলাম। ইলিশগুলো দেখে খুব একটা পছন্দ হয় নি তবুও দুই কেজি নিলাম।
ইলিশ কেনার পর বাড়িতে আসার পর জুতার দোকানে গেলাম। বাড়িতে পরার জন্য আমার একটা স্যান্ডেল ( চটি) কিনতে হবে। ১২০ টাকা দিয়ে একটা জুতা কিনলাম। তারপর অন্য কোনো কাজ না থাকায় গাড়িতে উঠে বাড়িতে চলো আসলাম৷
বাড়িতে এসে প্রথমেই মাছগুলোকে ফ্রিজে রাখলাম।তারপর ফ্রেশ হয়ে নিলাম
যাই হোক, এভাবেই আমি আমার কার্যক্রম শেষ করলাম।
Thank you Very much for your support.