সত্যি অসাধারণ তোমার দক্ষতা। পালতোলা নৌকার সৌন্দর্য্যটা খুব সুন্দরভাবে তুলে ধরেছো। আমার স্পষ্ট মনে আছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাৃ তখন পাঠ্যবইয়ে এমন পালতোলা নৌকার ছবি ছিলো। সবুজের ফসল তার পাশ দিয়ে ছুটে চলেছে নৌকা তার আপন গন্তব্যে। সত্যি অসাধারণ হয়েছে।