রুবিক্স কিউব মিলানো খুব কঠিন আবার সেটা শিখে গেলে সহজ। আমি অনেক চেষ্টার পর রুবিক্স কিউব মিলানো শিখেছিলাম। আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়তাম তখন আমার দাদার কাছ থেকে রুবিক্স কিউব মিলানো শিখেছিলাম। তোমার আর্ট বরাবরই খুব সুন্দর হয়। আজও তোমার আকা নৌকার ছবিও সুন্দর হয়েছে। ভালো থেকো।