The September contest #1 sduttaskitchen| Can a best friend become a good life partner?

in Incredible India15 days ago
pexels-vidalbalielojrfotografia-1253117.jpgSource

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। কমিউনিটিতে বরাবরের মতো সকলের জন্য কনটেস্টের আয়োজন করা হয়েছে এডমিন ম্যামের পক্ষ থেকে। ইতোমধ্যে অনেকেই কনটেস্টে অংশগ্রহণ করেছেন। আমিও আমার অনুভূতি শেয়ার করতে চলেছি।

আমি আমার কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই,

@pijushmitra, @ahlawat, @isha.ish

Do you think a best friend can become a good life partner? Your viewpoint!

হ্যা, আমি বিশ্বাস করি একজন ভালো বন্ধু, ভালো জীবন সঙ্গী হতে পারে। তার কারন, কারন তো অনেক আছে। তবে সব থেকে বড় কারন হলো দু'জনের মধ্যে বিশ্বাস, আস্থা আর বোঝাপড়া।

আপনি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি,
কখন দুটো মানুষের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়?
উওরটা হয়ত খুব সহজ, তাই না -
জীবনে অনেকের সাথেই আমাদের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কোনো কোনো বন্ধুত্ব হয়ত স্কুল জীবনের গন্ডি পার হয় না আবার কিছু বন্ধুত্ব স্কুল বা কর্মজীবনের সীমানা পার হয়ে ব্যক্তিগত জীবনের সাথে আবদ্ধ হয়ে যায়।

এত এত বন্ধুর মাঝে সবার সাথে তো একই রকম বন্ধু হয় না। সেই মানুষগুলোর মধ্যে আত্মার সম্পর্ক তৈরি হয় কারন তাদের মধ্যে হয়ত বোঝাপড়া বা বিশ্বাসের জায়গাটা অনেক দৃঢ়।

প্রকৃত জীবনসঙ্গীর তো এটাই দায়িত্ব একজন অন্যজনের প্রতি দায়িত্ব পালন করার বা তার বিশ্বাসের মর্যাদা রাখা। একে অপরকে মূল্যায়ন করা। দিনশেষে টাকা পয়সা সুখ এনে দিতে না পারলেও যখন কেউ চিন্তা করে যে, পৃথিবীতে এমন কেউ আছে যে তাকে সম্মান করে একই সাথে মূল্যায়নও করে, এই ভাবনাটা তাকে সীমাহীন শান্তি দেয়।

তাই আমি বলবো,
একজন ভালো বন্ধু, ভালো জীবন সঙ্গী হতে পারে।

Do you believe Friendship and becoming life partners are distinct? How?
pexels-shvets-production-8972494.jpgSource

হ্যা, বিশ্বাস করি,
বন্ধুত্ব ও জীবন সঙ্গী এই দুটো সম্পর্ক অবশ্যই আলাদা। বন্ধুত্ব ও জীবনসঙ্গী দুটো ভিন্ন অনুভূতি।
একটা অনুভূতি হয়ত জীবনকে উপভোগ করা আর অন্যটা দায়িত্ব ও কর্তব্যের।

আমি যদি বলি,
বাল্যকাল আর প্রাপ্ত বয়স্কদের জীবন কি একই?
হয়ত সবার উওর হবে, না একই না।

এটা সত্যি, বাল্যকাল ও প্রাপ্ত বয়স্কদের জীবন কখনও একরকম নয়। ঠিক তেমনই, বন্ধুত্ব ও জীবনসঙ্গী একরকম নয়।

বন্ধুত্বের মাঝে থাকে বিশ্বাস, একে অপরের অনুভূতিগুলোর ভাগ নেওয়া আর থাকে বুক ভরা নিঃস্বার্থ ভালোবাসা।

তবে বিবাহের পরবর্তী সময়ে জীবনের চিত্র হয়ত সম্পূর্ণ না হলেও অধিকাংশ বদলে যায়। তখন তাদের সম্পর্কে শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে আবদ্ধ থাকে না তাদের উপর থাকে পরিবার ও একে অপরের প্রতি দায়িত্ব।

সেই সাথে মনে থাকে অজানা ভয়, ভয়?
অন্যজনের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারছি কিনা বা তাকে খুশি রাখতে পারছি কিনা এটা নিয়ে চিন্তা করে না এমন মানুষ হয়ত পাওয়া যাবে না।

আমি জানি না আর কি কি পরিবর্তন আসে কারন আমি নিজে এখনও সেই জীবনে প্রবেশ করিনি। তবে বন্ধুত্ব ও জীবন সঙ্গীর বন্ধু অনেক তফাত একটু বুঝতে পারছি।

Share some pros and cons if one accepts a friend as a life partner!
pexels-shvets-production-8972789.jpgSource

ভালো দিক :-

বন্ধু ও জীবন সঙ্গী আমাদের জীবনে একটা অংশ। তবে এই দুটো জীবনের চিত্র ভিন্ন। আমি আগেই বলেছি যে, একজন ভালো বন্ধু, ভালো জীবন সঙ্গী হতে পারে। তবে সব কিছুর একটা নেগেটিভ দিক রয়েছে৷ তাই এটিও ব্যতিক্রম নয়।

বন্ধু যখন জীবন সঙ্গী হয় তখন একে অপরকে খুব সহজে বুঝতে পারে। যদি একে অপরের প্রতি অনুভূতি থাকে তাহলে না বললেও একজন অন্যজনের না বলা কথাগুলো বুঝতে পারে।

একতরফা ভালোবাসা বা অনুভূতি দিয়ে কখনও একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় না। একটা সম্পর্ক তখনও পূর্নতা পায় যখন উভয়ের প্রতি সমান সম্মান ও ভালোবাসা থাকে।

অন্যজনকে মানিয়ে নেওয়ার ইচ্ছে থাকাটা জরুরি। দু'জন দু'জনের ভুলগুলো বা দুর্বলতাকে মানিয়ে নিয়ে চলতে পারটাই একটা সম্পর্কের সৌন্দর্য ।

খারাপ দিক :-

বন্ধু যখন জীবনসঙ্গী হয় তখন সব থেকে যে বিষয়টার কারনে তাদের মধ্যে ভাঙ্গন ধরে সেটা হলো, প্রত্যাশা।

একে অপরের কাছ থেকে যে প্রত্যাশা করে সেটা হয়ত সেসময় পূরণ না হওয়ার কারনে তাদের মাঝে এত দিনের বোঝাপড়া টা দুর্বল হয়ে পড়ে। ফলস্বরূপ তাদের মধ্যে আগের মতো বন্ডিং হয় না।

সময়ের সাথে সাথে পরিস্থিতির কারনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এতদিন জীবনটা দায়িত্বহীনতায় কাটালেও বিয়ের পর যখন মাথায় হাজারো দায়িত্বের কথা ঘুরপাক খায় তখন হয়ত এত দিনের কাছের মানুষটাকে আগের মতো না পেয়ে হয়ত দু'জনের মধ্যে অদৃশ্য এক দুরত্ব তৈরি হয়।

তবে আমি বলতে চাই,
বন্ধু যখন জীবনসঙ্গী হবে তখনই যে দু'জনের মধ্যে দুরত্ব হবে এমনটা নয়। অজানা, অচেনা কেউ জীবন আসলেও এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়।

কেউ যখন স্বপ্নে দেখা মনের মানুষের সাথে বাস্তবের মিল পাবে না তখনও দু'জনের মধ্যে দুরত্ব তৈরি হবে। বিয়ের পর সুন্দর জীবন পার করতে হলে অবশ্যই দু'জনের মধ্যে সমান দায়িত্ববোধ, অনুভূতি আর সম্মান থাকতে হবে।

যতদিন না আমরা অপরজনের জীবনটাকেও নিজের জীবন মনে না করবো ততদিন উভয়ই সুখী হতে পারবো না।।

Sort:  
Loading...
 14 days ago 

Thank you Very much for your support. 🙏