ভিন্ন ভিন্ন জাতের খেজুরের ফটোগ্রাফি|| @sahana605 (19.04.2022)
হ্যালো বন্ধুরা,
ভিন্ন ভিন্ন জাতের খেজুরের ফটোগ্রাফি:
এখন আমি যে ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম এই খেজুরের নাম হচ্ছে মরিয়ম খেজুর। এই খেজুর সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না। এই খেজুর গুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। এই খেজুর খেতে খুবই সুস্বাদু লাগে। আমি সেই দিন খেজুরের ফটোগ্রাফি করতে গিয়ে দোকান থেকে ১ কেজি খেজুর কিনেছিলাম। প্রতিদিন ইফতারে আমি এই খেজুর খাই। তাই সুস্বাদু এই খেজুরের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
এখন আমি যে খেজুরের ফটোগ্রাফি আপনাদেরকে দেখাবো এর নাম হচ্ছে ছড়া খেজুর। এই খেজুর বাংলাদেশে পাওয়া যায় না। এগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। এই খেজুর খেতে খুবই ভালো লাগে। এই খেজুরের সাথে ছড়া/ডাল লাগানো থাকে। খেজুরগুলো ডালের সাথে ছড়া আকারে থাকে তাই এই খেজুর গুলোকে ছড়া খেজুর বলা হয়। এই খেজুর খেতে খুবই মিষ্টি। সুন্দর এই খেজুরের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।
এখন আমি যে খেজুরের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম এর নাম হচ্ছে খুরমা খেজুর। এই খেজুর দীর্ঘদিন বাসায় সংরক্ষণ করা যায়। এই খেজুর শুকিয়ে শক্ত করে রাখা হয়। এই খেজুর খেতে খুবই সুস্বাদু। আমি প্রায়ই এই খেজুর খাই। এই খেজুরের চামড়াগুলো খুব শক্ত থাকে। তাই এই খেজুর খেতে ভালো লাগে। আরো কিছু খেজুরের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
এবার যে খেজুরের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম এর নাম বড়ই খেজুর। এই খেজুর খেতে ভালো লাগে। এই খেজুর টি সৌদি আরবের কিন্তু বর্তমানে বাংলাদেশেও চাষ করা হয়।
Photographs Device: | Redmi Y2 |
---|---|
Photographer: | @sahana605 |