SFS Contest Picture of the Day Week 47

in Steem Fashion&Style4 days ago

IMG_20250710_174602_053.jpg


বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামীনের জন্য। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ।


প্রতিযোগিতায় অংশগ্রহণ

আচ্ছা প্রতিযোগিতায় আমি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাচ্ছি। কেননা আমার কাছে মনে হল এই প্রতিযোগিতায় আমার বিষয়বস্তু বেশ ভালো হবে এমন আশা রাখি।

চলুন তাহলে:-


ছবির বিবরণ

ছবিতে দেখতে পারতেছেন মূলত আমি সহ আমার দুই ভাই রয়েছেন। যারা আনারস খাচ্ছে আমিও খাচ্ছি।
যে কেউ দেখে মনে করবে হয়তো তারা এমনিতেই আনারস নিয়ে এসে খাচ্ছে।

কিন্তু না এই আনারস খাওয়ার পিছনে অনেক হিস্টরি রয়েছে,
যে কারো মনে হতেই পারে, এই আনারস খাইতে কিসের আবার এত হিস্টরি থাকে!


ঘটনার শুরু

আচ্ছা তাহলে বলি, যখন বড় ভাই নাহিদ অসুস্থ হয় অর্থাৎ প্রচন্ড পরিমাণে জ্বর এসেছে ঠান্ডা কাশি সমস্ত ভাইরাস যেন তার শরীরে এসেছে এখন।
রোগ প্রতিরোধ ক্ষমতা এই সমস্ত ভাইরাস এর কাছে তুচ্ছ। আজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভালো পুষ্টিকর খাবার খেতে হবে।

ঐদিন সকালবেলায় আমার অফিস। অফিসে যাওয়ার সময় আমি দেখতে পেলাম নাহিদ ভাই জ্বরে কাঁপছে। অথচ আমি কিছুই জানিনা।
পরে অফিসে যাওয়া বাদ দিয়ে ভাইকে মাথায় পানি ঢাললাম। আমি সহ লিমন ভাই ছিল রোকন ভাই ও ছিল।


চিকিৎসার পরামর্শ

ভাইয়ের মাথায় পানি ঢালার পর এডমিন এ জানানো হলো নাহিদ ভাই অসুস্থ।
মেডিকেল ছুটি দেওয়া হল তার জন্য।
মেডিকেলে ডক্টর ছিল পরামর্শ দিল জাম্বুরা, মাল্টা, আমরা ফল ও আনারস খাওয়ার জন্য।


আনারস কেনা

অফিস থেকে আমি পাঁচটার দিকে বের হয়ে সোজা চলে গেলাম কালামপুর বাজারে।
বাজার থেকে একটি আনারস ও মাল্টা কিনে নিয়ে আসি।
বেশ কয়েকদিন এভাবেই জ্বর বয়ে যাচ্ছে শরীরে।


আনারস খাওয়ার চেষ্টার গল্প

কিন্তু আনারস ভাই খাচ্ছে না। বলেন —

আমার ভালো লাগেনা আনারস।

তারপরেও অনেকবার বলা হয়েছে এই সময় আপনাকে এই সমস্ত খাবারই খেতে হবে তাহলে আপনার জ্বর দ্রুত চলে যাবে।
সকালেও ভাত খাচ্ছে না, দুপুরেও খাচ্ছে না — একমুট একমুট করে খাবার খাচ্ছে।


অসুস্থতার সময় অবস্থা

এই সময় অবশ্য শরীরের এনার্জি থাকে না ও মুখে খাবারের রুচি থাকে না।
এরপর বলা হয়েছে তারপর একটা আনারস এর অর্ধেক কাটা হলে, এরপর ভাইকে দিলাম কিন্তু ৩ থেকে ৪ পিস খাওয়ার পর আর একটাও মুছে দিল না।


বাসায় ফেরার সিদ্ধান্ত

এভাবেই দুই থেকে তিন দিন অসুস্থ এরপর ভাই আমি বাসায় যাব এবং ডক্টর দেখাবো।
বাসায় যখন যাবেন অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন এবং যে সমস্ত পরীক্ষার কথা বলবে সেগুলো করানো ভালো।
বিশেষ করে রক্ত পরীক্ষা করানো খুব দরকার। কেননা মাঝেমধ্যে আপনি অসুস্থ হয়ে পড়েন।


আনারস ভাগাভাগি

এর পরের দিন বিকেলে অফিস থেকে এসে লিমন ভাইকে বললাম —

তাহলে আনারস তো নষ্ট হয়ে যাবে এভাবে রেখে দিলে।

দুইদিন হলো কাটা হয়েছে, পরে বলল —

ছাদে নিয়ে আসো কেটে খাই।

পরবর্তীতে ছাদে নিয়ে গেলাম আনারস ও একটি চাকু সহ। আর আমাদের কোম্পানির প্লেট তো আছেই। বাস আমরা খেয়ে ফেললাম। আনারস টি ভালোভাবে কেটে লবণ দিয়ে মেখে হজম করে ফেললাম 🤤


এই হচ্ছে এই আনারস খাওয়ার ছবির পেছনের গল্প।

তবে আলহামদুলিল্লাহ নাহিদ ভাই এখন সুস্থ।


আমি তিনজন বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের জন্য:-
@enamul17
@mrspointm
@tanay123