"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৮৪ [ তারিখ : ২০.০৬.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kazi-raihan
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - কাজী রায়হান,স্টিমিট আইডি - @kazi-raihan।তিনি একজন ছাত্র। বাংলাদেশে বাস করেন। কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছেন। ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসেন। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করেন। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন।স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২১ সালের অগাস্ট মাস এ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
মাদকদ্রব্যের অপব্যবহার। ... @kazi-raihan(19.06.2025 )
আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।
উনার লেখায় যেভাবে বর্তমান সমাজে মাদকের প্রভাব, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এর বিস্তার তুলে ধরা হয়েছে, তা সত্যিই চিন্তার বিষয়। খুব সাধারণ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে উনি বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন, যা একজন সাধারণ পাঠকের মনেও প্রভাব ফেলে।
সবচেয়ে ভালো লেগেছে উনি শুধু সমস্যা তুলে ধরেননি বরং সমাধানের দিকেও দৃষ্টি দিয়েছেন। যেমন আশেপাশের তরুণদের মাদকের প্রভাব থেকে দূরে রাখার জন্য পরিবার ও সমাজের করণীয়গুলো স্পষ্টভাবে বলেছেন। পাশাপাশি কিছু ছোট ছোট উদ্যোগের কথাও বলেছেন, যেগুলো বাস্তব জীবনে প্রয়োগযোগ্য।
উনার লেখায় একটা সচেতনতার বার্তা আছে, আবার রয়েছে আবেগ ও দায়িত্ববোধের প্রকাশ। এই ধরনের লেখা শুধু পড়ার জন্য না, বাস্তবে কাজ করার প্রেরণাও দেয়।আশা করি, উনি ভবিষ্যতেও সমাজ সচেতনতামূলক আরও এমন লেখা আমাদের উপহার দেবেন।
ছবিগুলো @kazi-raihan এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।